বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোখের পলক পড়ার আগেই উধাও ট্রেন! ঘন্টায় 700 কিমি গতিবেগ! হ্যাঁ, এবার সবচেয়ে দ্রুতগতির ট্রেন তৈরি করে বিশ্বরেকর্ড গড়ল চিন (Chinese Train World Record)। তবে ট্রেনটির গতিবেগ ছিল মাত্র দুই সেকেন্ডের জন্য। ক্ষণিকের জন্য ট্রেনটি এমন গতি ধরল যা দেখে একেবারে হা নেট নাগরিকরা। জানা যায়, এর আগে এই ট্রেন ঘন্টায় 648 কিমি গতি বেগ অর্জন করেছিল। এবার গড়ল 700 কিমির নতুন নজির!
গতিতেই বিশ্বরেকর্ড গড়ল চিনের ট্রেন
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ভিডিওটিতে, দেখা যাচ্ছে নিজেদের ফোন এবং ক্যামেরা নিয়ে রেল ট্র্যাকের পাশে একটি ব্রিজে অপেক্ষা করছেন চিনের রিপোর্টাররা। ক্যামেরা তাক করা রয়েছে রেল ট্র্যাকের দিকে। এমন সময় কী যেন একটা চোখের পলক পড়ার আগেই বেরিয়ে গেল। হ্যাঁ, সাধারণ জনগণের চোখকে কিছুটা ফাঁকি দিয়ে বিদ্যুৎ গতিতে ছুটলো চিনের বিশেষ ট্রেন।
অবশ্যই পড়ুন: গ্যারান্টি ছাড়াই লক্ষ লক্ষ টাকা ঋণ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার! সতর্ক করল পুলিশ
বিস্তারিতভাবে বলতে গেলে, চিনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি দ্রুতগতির ট্রেন নিয়ে পরীক্ষা চালাচ্ছিল। সেই পরীক্ষায় বিশেষ ট্রেনটিকে 400 মিটারের এক রেল ট্র্যাকে পরীক্ষামূলকভাবে ছোটাতে সক্ষম হলেন গবেষকরা। উল্লেখযোগ্য বিষয়, 1 হাজার কেজিরও বেশি ওজনের ওই ট্রেন বিদ্যুৎ গতিতে ছুটেও নির্দিষ্ট সময়ে নিরাপদে থামতে পেরেছে। মূলত সে কারণেই গতির নিরিখে বিশ্বরেকর্ড গড়ে ফেলেছে চিনের ওই বিশেষ ট্রেন।
ভিডিওটিতে স্পষ্ট দেখা যায়, কুয়াশার চাদর কাটিয়ে এক রুপালি ঝলকে বিদ্যুৎ গতিতে বেরিয়ে গেল ট্রেনটি। যা দেখে একেবারে হা হয়ে গেলেন পাশের ব্রিজে দাঁড়িয়ে থাকা চিনারা। তবে প্রশ্ন থেকে যায়, কীভাবে এত গতি অর্জন করতে পারলো ওই ট্রেন? এ নিয়ে গবেষকদের একটা বড় অংশের দাবি, মূলত সুপারকন্ডাক্টিং চুম্বকের সাহায্যে রেল ট্রাকের উপর এত গতি অর্জন করতে পেরেছে ওই ট্রেন। বিশেষজ্ঞরা বলছেন, এতে নাকি রেললাইন স্পর্শ না করেই ঝড়ের গতিতে সামনের দিকে এগিয়ে যেতে পারে ট্রেন। বলা হচ্ছে, এই ত্বরণ এতোটাই শক্তিশালী যে শুধু ট্রেন নয় বরং ওই গতিতে অল্প সময়ের মধ্যে রকেট উৎক্ষেপণও সম্ভব।
Le train japonais Maglev L0 ne se contente pas d’être rapide : il redéfinit littéralement la notion de vitesse dans le transport moderne.
Grâce à la lévitation magnétique, il flotte au-dessus de son rail, éliminant toute friction et lui permettant d’atteindre plus de 600… pic.twitter.com/hnV4VnZ3Ro
— Le Contemplateur (@LeContempIateur) December 4, 2025
অবশ্যই পড়ুন: পারেননি ধোনি থেকে রোহিত কেউই! অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কাইরন পোলার্ড
সব মিলিয়ে বলাই যেতে পারে, বিগত দিনগুলিতে হাই স্পিড রেলওয়ে বলা ভালো দ্রুতগতির ট্রেন নিয়ে নতুন নতুন গবেষণার পর এবার সুপারকন্ডাক্টিং চুম্বকের সাহায্যে ঝোড়ো গতির ট্রেন আবিষ্কার করে গোটা বিশ্ববাসীকে একেবারে তাক লাগিয়ে দিয়েছে ড্রাগনের দেশ। অনেকেই বলছেন, আগামীতেও ট্রেনের গতির নিরিখে আরও নতুন নতুন রেকর্ড তৈরি করতে পারে চিন। সেটা হলে অবশ্য অবাক হওয়ার কিছু থাকবে না।

Le train japonais Maglev L0 ne se contente pas d’être rapide : il redéfinit littéralement la notion de vitesse dans le transport moderne.