বিক্রম ব্যানার্জী, কলকাতা: দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে দেখা মেলেনি তাঁর। চোটের কারণে বহুবার সাফল্যের মুখ দেখেও ফিরে আসতে হয়েছে তাঁকে।
গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মরসুমেও তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল একাধিক ফ্রাঞ্চাইজি। ভরসা যুগিয়েছিলেন শুধুই কলকাতা নাইট রাইডার্সের শাহরুখ খান।
6 কোটির বিনিময়ে তাঁকে দলে নেয় KKR। এবার সেই তারকা পেসার এনরিখ নরকিয়ার হাতেই টি-টোয়েন্টি ফরম্যাটের বর্ষসেরা পুরস্কার তুলে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
বিশ্বকাপে দাপট দেখিয়েই বর্ষসেরা পুরস্কার পেলেন নরকিয়া
2024 সালের 29 জুন, ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ কাঁপিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের এই প্রোটিয়া তারকা। এরপর থেকে আর জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাঁকে।
বলা বাহুল্য, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিততে পারেনি দক্ষিণ আফ্রিকা। তবে খেতাব কাঁধে না তুলতে পারলেও বিশ্বকাপের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে গোটা টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছিলেন এনরিখ নরকিয়া।
সে বছর বিশ্বকাপে 9টি ম্যাচে অংশ নিয়ে 15টি উইকেট তুলেছিলেন প্রোটিয়া তারকা। মূলত সে কারণেই, 31 বছর বয়সী ক্রিকেটারকে বর্ষসেরা পুরস্কার তুলে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।
অবশ্যই পড়ুন: ৬ মাসে আমেরিকা থেকে তেল আমদানি বেড়েছে ৫১ শতাংশ! চড়া শুল্কে ভয় নেই ভারতের?
KKR নিয়ে নরকিয়ার বক্তব্য
টি-টোয়েন্টি বিশ্বকাপে আক্রমণ শানানোর সময় পিঠের নিচের অংশে স্ট্রেস ফ্যাকচার হয়েছিল নরকিয়ার। এরপর থেকেই সেই চোটকে সঙ্গী করেই আর জাতীয় দলের জার্সি গায়ে তুলতে পারেননি তিনি। ওই এক কারণেই প্রায় এক বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন KKR তারকা।
তাছাড়াও 2023 বিশ্বকাপে পায়ের আঙুল ভাঙে তাঁর। মূলত সে কারণেই পাকিস্তানের বিরুদ্ধে ঘরোয়া সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বাদ পড়েছিলেন চলতি বছরের চ্যাম্পিয়নস ট্রফি থেকেও। তবে এই পর্বে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখেছিলেন প্রোটিয়া তারকা। আর সেই আসরে অন্যান্যরা মুখ ফিরিয়ে নিলেও দক্ষিণ আফ্রিকান পেসারে ভরসা করেছিল কলকাতা।
6 কোটির বিনিময়ে নাইট শিবিরে যোগ দিয়েছিলেন তিনি। সে প্রসঙ্গে কথা বলতে গিয়েই, নরকিয়া আবেগপ্রবন কণ্ঠে বলেন, KKR সেই দল যারা এবছর খারাপ সময়ের মধ্যেও আমার পাশে থেকেছে। বলা বাহুল্য, 2019 সালের নাইট স্কোয়াডেও ছিলেন নরকিয়া। তবে চোটের কারণে সেবার মাঠে নামতে পারেননি তিনি।