চোটের মাঝেও নেই নিস্তার! অলরাউন্ডার নীতিশ রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি টাকার মামলা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: চোটের কারণে তৃতীয় টেস্টের পর ইংল্যান্ডের বিরুদ্ধে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন ভারতীয় তারকা নীতিশ কুমার রেড্ডি। আর এরই মাঝে এবার মামলায় জড়ালেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার।

জানা যাচ্ছে, চোট সামলে দেশে ফিরতেই এবার নীতিশের বিরুদ্ধে 5 কোটি টাকার মামলা ঠুকেছে তাঁরই প্রাক্তন এজেন্ট সংস্থা। দাবি একটাই, নীতিশকে ওই অর্থ ফিরিয়ে দিতে হবে। এদিকে ভারতীয় তারকাও টাকা দিতে নারাজ। মূলত সেই সব কারণেই এবার আইনি জটিলতার মুখে পড়তে হচ্ছে জাতীয় দলের এই তুখোড় ক্রিকেটারকে।

নীতিশের বিরুদ্ধে বড় অভিযোগ

খোঁজ নিয়ে জানা গেল, অস্ট্রেলিয়ায় টেস্ট সফরের মাঝেই আচমকা ওই এজেন্ট সংস্থার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন নীতিশ কুমার। আর এর পরই রেড্ডির বিরুদ্ধে অভিযোগ শানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছে ভারতীয় তারকার প্রাক্তন সংস্থা।

সংস্থাটির দাবি, চুক্তি ভেঙ্গেছেন নীতিশ কুমার রেড্ডি। শুধু তাই নয়, সংস্থার যে টাকা পাওনা ছিল তাও ফিরিয়ে দেননি তিনি। মূলত সেই কারণেই দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়ে নীতিশের প্রাক্তন সংস্থা আবেদন করে, একজন স্বাধীন বিচারপতি নিয়োগ করে যত দ্রুত সম্ভব গোটা বিষয়ের মীমাংসা করা হোক। 28 জুলাই অর্থাৎ আগামীকাল এই মামলার শুনানি হওয়ার কথা।

Nitish Kumar Reddy Case

অবশ্যই পড়ুন: চরম নাটকীয়তার মধ্যেই সম্পন্ন হয় ইস্ট-মোহন ডার্বি, ফ্লাড লাইট বিতর্কে ফের কাঠগড়ায় CFL!

উল্লেখ্য, 2021 সালে প্রথমবারের মতো ওই এজেন্ট সংস্থার সাথে চুক্তিবদ্ধ হন নীতিশ কুমার। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে সকলের নজরে চলে আসেন তিনি। আর ঠিক সেই আবহে ওই সংস্থার হাত ধরেই একাধিক বিজ্ঞাপনের সাথে যুক্ত হয়ে পড়েন নীতিশ।

তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ চলাকালীন আচমকা নাকি ওই সংস্থার সাথে চুক্তি ভেঙে ভারতের এক ক্রিকেটারের ম্যানেজারের সাথে চুক্তি করেন তিনি। সূত্রের খবর, এরপর থেকেই বারবার নীতিশকে 5 কোটি টাকা ফিরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল সংস্থা। তবে শেষ পর্যন্ত ভারতীয় তারকা রাজি না হওয়ায়, দিল্লি হাইকোর্টের কাছে সঠিক বিচারের আর্জি জানাল ওই সংস্থাটি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে রাজধানীর উচ্চ আদালত।

Leave a Comment