চোট জটিল হওয়ায় চতুর্থ টেস্ট থেকে বাদ আকাশদীপ, দুঃসংবাদের মধ্যেও রয়েছে খুশির খবর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ধাক্কার উপর ফের ধাক্কা! ম্যানচেস্টার টেস্ট শুরুর আগেই চোটের কারণে ছিটকে গেলেন ভারতের জোরে বোলার আকাশদীপ। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক শুভমন গিল স্পষ্ট জানিয়ে দেন, আকাশের চোট রয়েছে।

তাই ম্যানচেস্টার টেষ্টে খেলতে পারবেন না এজবাস্টনের নায়ক। ফলে, নিতিশ কুমার রেড্ডি, অর্শদীপের পর এবার আকাশদীপকে নিয়েও চিন্তা বেড়ে গেল বোর্ডের! তবে এসবের মাঝেও রয়েছে স্বস্তির খবর।

ফিট হয়ে উঠতে সময় লাগবে আকাশের

তৃতীয় টেস্ট চলাকালীন আচমকা চোট পেয়েছিলেন আকাশদীপ। বাংলার এই ফাস্ট বোলারকে নিয়ে জল্পনাও বেড়েছিল বিগত দিনগুলিতে। অবশেষে সম্ভাবনাই সত্যি হল। চোটের কারণে ম্যানচেস্টার টেস্টে নামা হচ্ছে না তাঁর। তবে দ্বিতীয় টেস্টে 10 উইকেট নেওয়া এই তারকা পেসার ঠিক কবে নাগাদ ফিট হয়ে উঠবেন সে বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আকাশের চোট কিছুটা জটিল হওয়ায় ফিট হয়ে উঠতে বেশ খানিকটা সময় লাগবে ভারতীয় তারকার। কাজেই বাকি চতুর্থ টেস্টে জিতলেও শেষ টেস্টে আকাশকে একাদশে পাওয়া যাবে কিনা তার উত্তর আপাতত অধরা। তবে এ কথা নিঃসন্দেহে বলা যায়, আকাশদীপের না থাকা দলের পেস বিভাগকে কিছুটা হলেও ধাক্কা দেবে!

চতুর্থ টেস্টে অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল অংশুলের

ইতিমধ্যেই অর্শদীপ সিংয়ের চোটকে সামনে রেখে তড়িঘড়ি দলে নেওয়া হয়েছে চেন্নাই সুপার কিংসের তরুণ পেসার অংশুল কম্বোজকে। আপাতত সূত্রের যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের সাথে জাতীয় দলের পেস আক্রমণকে নতুন দিশা দেখাতে পারেন কম্বোজ। তবে শেষ পর্যন্ত পিচ দেখে তবেই চতুর্থ টেস্টের একাদশে জায়গা পাবেন চেন্নাই সুপার কিংসের এই তরুণ। সম্ভাবনার তালিকায় নাম রয়েছে প্রসিদ্ধ কৃষ্ণারও।

 

অবশ্যই পড়ুন: ডুরান্ড কাপে প্রথম ম্যাচ খেলতে নামছে ইস্টবেঙ্গল, কোথায়, কখন, কীভাবে দেখবেন?

চোটের মাঝে স্বস্তির খবর

মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আকাশদীপকে নিয়ে দুঃসংবাদ শোনালেও স্বস্তির খবর দিয়েছেন অধিনায়ক শুভমন। জানা যাচ্ছে চতুর্থ টেস্টের আগেই আঙুলের চোট সারিয়ে ফিট হয়ে উঠেছেন ঋষভ পন্থ। সেই মতোই গতকাল অনুশীলন সেরেছেন পন্থ। আপাতত যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যানচেস্টার টেস্টে উইকেটরক্ষক হিসেবে থাকবেন তিনিই। সে কথা নিশ্চিত করেছেন অধিনায়ক গিলও।

Leave a Comment