ছিটকে গেল পরশুরাম, চমক স্টার জলসার মেগার! এ সপ্তাহে টপার কে? রইল TRP লিস্ট

trp list 14 august

সহেলি মিত্র, কলকাতা: চলতি সপ্তাহে টিআরপি তালিকায় (TRP List) ফের একবার বিরাট চমক দেখালো স্টার জলসা। এই সপ্তাহের সেরা সেরা হল স্টার জলসার একটি জনপ্রিয় মেগা যেটি কিনা মাত্র অল্প সময়ে শুরু হওয়ার পর থেকেই নিজের খেলা দেখাতে শুরু করেছে। দর্শকদের প্রত্যাশা ইতিমধ্যে তুঙ্গে রয়েছে মেগাটিকে ঘিরে। মাসের পর মাস বছরের পর বছর ধরে টিআরপি তালিকায় ওঠানামা লেগেই রয়েছে। কোন সিরিয়াল কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে সেই লড়াই দেখার জন্য রীতিমত মুখিয়ে থাকেন বাঙালি দর্শকরা, এই সপ্তাহেও তার ব্যতিক্রম ঘটেনি। তবে এই সপ্তাহের বেঙ্গল টপার কোন সিরিয়াল হয়েছে সেটি জানলে আপনিও চমকে উঠবেন।

চলতি সপ্তাহে বেঙ্গল টপার কোন সিরিয়াল?

যত সময় এগোচ্ছে ছোট পর্দার প্রিয় তারকার কে কত নম্বর পেল, তা নিয়ে দর্শক মনে বিপুল কৌতূহল। প্রতিটি ধারাবাহিকেই নিত্যনতুন মোড় আসছে। মূলত টিআরপি তালিকায় টিকে থাকতে প্রতিটি সিরিয়ালে আসছে একের পর এক চমক। বিগত বেশ কিছু সময় ধরে টিআরপি তালিকায় শীর্ষে থাকার পর এখন কিছুটা হলেও নিচের দিকে নেমে এসেছে স্টার জলসার পরশুরাম আজকের নায়ক মেগাটি সেই জায়গায় এখন রাজত্ব করছে ‘রাজরাজেশ্বরী রানী ভবানী’ সিরিয়ালটি।

হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন, চলতি সপ্তাহে ফের একবার সেরার মুকুট উঠে গেল ‘রানী ভবানী’ সিরিয়ালটির মাথায়। এই সপ্তাহে মেগাটি পেয়েছে ৭. ১ রেটিংস। অন্যদিকে ৬. ৭ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে ‘পরশুরাম আজকের নায়ক’। অর্থাৎ লড়াইটা যে হাড্ডাহাড্ডি হয়েছে সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এক নজরে সেরা ৫ মেগা সিরিয়ালের তালিকা

দেখে নিন ১ থেকে ১০ নম্বর পর্যন্ত কোথায়, কোন সিরিয়াল দাঁড়িয়ে।

  • বেঙ্গল টপার রাজরাজেশ্বরী রানী ভবানী রাণী ভবানী 7.1
  • দ্বিতীয় পরশুরাম আজকের নায়ক 6.7
  • তৃতীয় চিরসখা 6.4
  • চতুর্থ জগদ্ধাত্রী 6.3
  • পঞ্চম রাঙামতি 6.0
  • ষষ্ঠ- ফুলকি,পরিণীতা 5.9
  • সপ্তম- চিরদিনই তুমি যে আমার,অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.5
  • অষ্টম- আমাদের দাদামণি 5.0
  • নবম– কথা 4.6
  • দশম– কোন গোপনে মন ভেসেছে 4.0

এছাড়াও ট্রেন্ডিং-এ রয়েছে কুসুম 4.2
লক্ষ্মী ঝাঁপি  3.5
চিরদিনই তুমি যে আমার 5.5

Leave a Comment