সহেলি মিত্র, কলকাতা: চমকের পর চমক, চলতি সপ্তাহে এক ধাক্কায় বিরাট বদল ঘটল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকায় (TRP List)। একটানা বেঙ্গল টপার হওয়ার পর ছিটকে গেল ‘পরশুরাম আজকের নায়ক’ সিরিয়াল। তার বদলে এই সপ্তাহে যে মেগার মুকুটে সেরার শিরোপা উঠল সেটি সম্পর্কে জানলে চমকে উঠবেন আপনি। আপনিও নিশ্চয়ই ভাবছেন কোন মেগা টপার হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই মেগার ওপর।
চলতি সপ্তাহে বেঙ্গল টপার হল কোন মেগা?
এমনিতেই যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়াল দেখার প্রতি মানুষের ঝোঁক ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে যতটা সম্ভব কিছুটা ব্যতিক্রম সিরিয়াল আনার কাজের উঠেপড়ে লেগেছে সিরিয়াল নির্মাতারা। উৎসবের মরসুম থাকুক বা না থাকুক সিরিয়াল দেখার আগ্রহ কিন্তু সাধারণ মানুষের একটুও কমেনি। বরং যত দিন যাচ্ছে ততই বাংলা সিরিয়াল গুলির জনপ্রিয়তা হু হু করে বেড়েই চলেছে। যাইহোক, চলতি সপ্তাহে কোন সিরিয়াল বা কোন বাংলা চ্যানেল কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল তা জানার জন্য কি আপনিও আগ্রহী? তাহলে জানিয়ে রাখি, দীর্ঘদিন পর টপার হল জি বাংলার ‘পরিণীতা’।
জানা গিয়েছে, চলতি সপ্তাহে পরিণীতা পেয়েছে ৭.১ রেটিংস। অপরদিকে ৬.৯ রেটিংস পেয়ে দ্বিতীয় হয়েছে স্টার জলসার পরশুরাম আজকের নায়ক। তৃতীয় হয়েছে রাঙামতি তিরন্দাজ, পেয়েছে ৬.৮ রেটিংস। এদিকে শেষ সপ্তাহে ভালো ফল করেছে জগদ্ধাত্রী। চলুন এক নজরে দেখে নেবেন সেরা কিছু সিরিয়ালের টিআরপি তালিকা।
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপার- পরিণীতা 7.1
দ্বিতীয়- পরশুরাম 6.9
তৃতীয়- রাঙামতি 6.8
চতুর্থ- বিদ্যা ব্যানার্জি 6.6
পঞ্চম – জগদ্ধাত্রী 6.4
ট্রেন্ডিং-এ রয়েছে
বেশ করেছি প্রেম করেছি Starting 6.2
ও মোর দরদিয়া 6.2
লক্ষ্মী ঝাঁপি 6.0
চিরদিনই তুমি যে আমার 5.9
মিলন হবে কত দিনে + গৃহপ্রবেশ 3.7
কনে দেখা আলো 5.1
কম্পাস 5.2
তুই আমার হিরো 5.0