সহেলি মিত্র, কলকাতাঃ এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর তারই সঙ্গে এসে গেল বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট চার্ট অর্থাৎ টিআরপি তালিকা (TRP List)। প্রতি বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে একদিকে যেমন সোনার দাম কমল না বাড়ল সেটা জানার জন্য মুখিয়ে থাকেন মানুষ, ঠিক তেমনই বিনোদনপ্রেমীরাও এদিন অধীর অপেক্ষা করে থাকেন কোন সিরিয়াল বেঙ্গল টপার হল বা কোন সিরিয়াল পিছিয়ে গেল সেটা জানার জন্য। চলতি সপ্তাহেও কোনও বদল হল না। সামনে এল টিআরপি তালিকা। কিন্তু এবারের তালিকা দেখে বিনোদনপ্রেমীরা জাস্ট ছিটকে গিয়েছেন। নতুন করে এই সপ্তাহে বদলে গেল বেঙ্গল টপারের নাম।
চলতি সপ্তাহে কোন সিরিয়াল হল বেঙ্গল টপার?
বিগত কয়েক সপ্তাহ ধরে স্টার জলসার রানী ভবানি সিরিয়ালটি বেঙ্গল টপারের তকমা ধরে রেখেছিল। তার আগে ছিল স্টার জলসারই অপর এক সিরিয়াল পরশুরাম আজকের নায়ক। তবে এই সপ্তাহে সব ওলটপালট হয়ে গেল। বদলে গেল বেঙ্গল টপারের নাম। রানী ভবানি নেমে এল দুই নম্বরে। শুধু তাই নয়, লীনা গঙ্গোপাধ্যায়ের চিরসখাও এবারে দ্বিতীয় হয়েছে। দুই মেগারই প্রাপ্ত নম্বর ৬.৬। এক কথায় চলতি সপ্তাহে টিআরপি তালিকা একেবারে ধরে রেখেছে স্টার জলসা। তবে প্রথমটা কে হল সেটা ভাবছেন নিশ্চয়ই?
তাহলে আর দেরি না করে জানিয়ে রাখি, নিজের পুরনো জায়গায় ফিরে এল পরশুরাম। অর্থাৎ চলতি সপ্তাহে বেঙ্গল টপারের তকমাটা উঠল ‘পরশুরাম আজকের নায়ক’ মেগা। এই সপ্তাহে মেগাটি পেয়েছে ৭.১ রেটিংস। চলুন বাকি কোন সিরিয়াল কত নম্বর পেয়েছে তা জেনে নেবেন ঝটপট।
এক নজরে সেরা ৫ সিরিয়ালের তালিকা
বেঙ্গল টপার- পরশুরাম 7.1
দ্বিতীয়- রাণী ভবানী , চিরসখা 6.6
তৃতীয়- জগদ্ধাত্রী 6.5
চতুর্থ- পরিণীতা 6.4
পঞ্চম- রাঙামতি 6.2
ষষ্ঠ- ফুলকি 6.1
সপ্তম- চিরদিনই তুমি যে আমার 5.9
অষ্টম- আমাদের দাদামণি 5.4
নবম- অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ 5.3
দশম- কথা 4.6