বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগ শিল্ড এবং কাপ জেতানো কোচ হোসে মোলিনাকে বিদায় দিয়েছে মোহনবাগান (Mohun Bagan Super Giant)। মূলত সাম্প্রতিক ব্যর্থতাকে সামনে রেখে এক স্প্যানিশের বদলে আরেক স্প্যানিশ কোচকে গুরু দায়িত্ব সঁপে দিয়েছে সবুজ মেরুন ম্যানেজমেন্ট। মোলিনার পর মোহনবাগানের প্রধান কোচের আসনে এখন ওড়িশা ত্যাগী কোচ সের্জিও লোবেরা। ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে প্রবল অনিশ্চয়তার মধ্যেও বাগানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে নতুন কোচের পদে বসানো হয়েছে তাঁকে। কিন্তু কে এই লোবেরা? মোহনবাগানের পাগল ভক্তরা কজনই বা চেনেন তাঁকে?
কে এই সের্জিও লোবেরা?
শেষবারের মতো, 2023 সালে ভারতের জনপ্রিয় ফুটবল ক্লাব ওড়িশা এফসিতে যোগ দিয়েছিলেন স্প্যানিশ কোচ লোবেরা। তাঁর হাত ধরেই 2024 সুপার কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভিন রাজ্যের দলটি। তবে শেষ পর্যন্ত মহামঞ্চে ইস্টবেঙ্গলের কাছে বস্যতা স্বীকার করতে হয়েছিল তাদের। শুধু তাই নয়, 2023-24 ইন্ডিয়ান সুপার লিগেও দুর্দান্ত ছন্দে থেকেই চতুর্থ স্থান দখল করে নিয়েছিল ওড়িশা। যদিও শেষ মরসুমে 7 নম্বরে থেকেই যাত্রা শেষ করতে হয়েছিল এই দলটিকে। এবার সেই দল ছেড়েই মোহনবাগানে যোগ দিয়েছেন স্প্যানিশ কোচ।
না বললেই নয়, মোহনবাগান যাঁকে ভরসা করে আশায় বুক বেঁধেছে সেই লোবেরা ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে একজন সফল কোচ। ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় এবং ঐতিহ্যবাহী ফুটবল লিগে এফসি গোয়া, মুম্বই সিটি এফসি এবং ওড়িশা এফসিকে কোচিং করিয়েছেন লোবেরা। 2 বার ISL শিল্ড এবং 1 বার ISL কাপ জেতানো কোচ তিনি। বলে রাখা ভাল, 2018-19 মরসুমে এফসি গোয়াকে টুর্নামেন্ট ফাইনালে তুলেছিলেন লোবেরা। পরের বছরই তাঁর কোচিংয়ে লিগ উইনার্স শিল্ড জিতে যায় গোয়া।
অবশ্যই পড়ুন: “বসিং করলে এমনটাই হয়”, ভারতের ‘কালো দিনে’ গম্ভীরকে চাঁচাছোলা আক্রমণ কোহলির!
2020 সালে মুম্বই সিটি এসসিতে যোগদান করেন স্প্যানিশ কোচ লোবেরা। সেখানে মুম্বইকে দিশা দেখিয়ে চিনের দ্বিতীয় ডিভিশনের ক্লাব সিচুয়ান জিউনিউর কোচ হন তিনি। এরপর সেখান থেকে বেরিয়ে এসে যোগ দেন ওড়িশা এফসি তে। টানা দুটো বছর এই ক্লাবের সাথে কাজ করার পর অবশেষে বুধবার পাকাপাকিভাবে মোহনবাগান শিবিরে যোগ দিলেন সের্জিও। অনেকেই হয়তো জানেন না, স্পেনের জারাগোজাতে জন্মগ্রহণকারী এই মহারথী বার্সেলোনা যুবদল সহ অন্যান্য দলগুলিতেও কাজ করেছেন।