সহেলি মিত্র, কলকাতা: বিখ্যাত গায়ক জুবিন গর্গের (Zubeen Garg) মৃত্যু শোক এখনো অবধি কাটিয়ে উঠতে পারেনি তাঁর পরিবার থেকে শুরু করে অনুরাগীরা। এরই মাঝে তাঁকে নিয়ে সামনে এল চমকে দেওয়ার মতো তথ্য। কীভাবে মৃত্যু হয়েছিল গায়কের, সেই নিয়ে এবার বিরাট চাঞ্চল্যকর আপডেট সকলের সামনে এল। ১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে, সিঙ্গাপুরের একটি আদালতে জানানো হয় যে গায়ক গত বছর লাজারাস দ্বীপের কাছে মারাত্মক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন, তা সত্ত্বেও লাইফ জ্যাকেট পরতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এরপরেই তিনি জলে ডুবে যান।
মৃত্যুর আগে জুবিন গর্গ মারাত্মক মদ্যপ ছিলেন!
বিখ্যাত গায়ক জুবিন গর্গ ২০২৫ সালের সেপ্টেম্বরে মারা যান। এক রিপোর্ট অনুযায়ী, প্রধান তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান যে জুবিন গর্গ (৫২) প্রথমে একটি লাইফ জ্যাকেট পরেছিলেন কিন্তু পরে তা খুলে ফেলেন এবং তাকে দেওয়া দ্বিতীয় জ্যাকেটটি পরতে অস্বীকৃতি জানান। জুবিন গর্গ সেই সময় প্রচণ্ড মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী তাকে নৌকায় সাঁতার কেটে ফিরে যাওয়ার চেষ্টা করতে দেখেছিন। কিন্তু তারপর তিনি অজ্ঞান হয়ে পড়েন এবং তার দেহ জলের উপর ভাসতে দেখা যায়।
আরও পড়ুনঃ ১ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে পেনশন অফিস, সমস্যায় ৫ লক্ষ পেনশনভোগী
এরপর জুবিন গর্গকে তাৎক্ষণিকভাবে নৌকায় ফিরিয়ে আনা হয় এবং কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) দেওয়া হয়, কিন্তু সেদিনই ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আদালতকে জানানো হয় যে গায়ক উচ্চ রক্তচাপ এবং মৃগীরোগে ভুগছিলেন এবং ২০২৪ সালে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। তবে ঘটনার দিন তিনি তার নিয়মিত মৃগীরোগের ওষুধ খেয়েছিলেন কিনা তা স্পষ্ট নয়, কারণ প্রত্যক্ষদর্শীদের প্রমাণ প্রমাণ করার জন্য যথেষ্ট নয় যে তিনি আসলে ওষুধটি খেয়েছিলেন।
কী বলছে পুলিশ?
আদালতে সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে যে গায়কের মৃত্যুর সাথে কোনও অনিয়মের সন্দেহ নেই। তদন্তে মোট ৩৫ জন সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে আশা করা হয়েছে যার মধ্যে নৌকায় থাকা প্রত্যক্ষদর্শী, নৌকার ক্যাপ্টেন, পুলিশ অফিসার এবং প্যারামেডিকস অন্তর্ভুক্ত রয়েছে। মামলার প্রধান তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানিয়েছেন যে গর্গ এবং নৌকায় থাকা প্রায় ২০ জন, যার মধ্যে তার বন্ধু এবং সহকর্মীরাও ছিলেন, নৌকায় জলখাবার খেয়েছিলেন এবং পানীয় এবং অ্যালকোহল পান করেছিলেন।
আরও পড়ুনঃ শিয়ালদার পর সাঁতরাগাছি থেকে জনপ্রিয় রুটে অমৃত ভারত এক্সপ্রেস, সময়সূচি দিল পূর্ব রেল
২০২৫ সালে প্রয়াত হন জুবিন গর্গ
১৯ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তিনি কিছু লোকের সাথে একটি নৌকায় ছিলেন। সিঙ্গাপুরে নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে তার পারফর্ম করার কথা ছিল। কিন্তু তার একদিন আগেই জলে ডুবে যান তিনি। তারপরেই গায়কের রহস্যমৃত্যু ঘিরে নানা চুলছেড়া বিশ্লেষণ হতে শুরু করে। কেউ বলেন গায়ককে জলে ডুবিয়ে খুন করা হয়েছে তো কেউ ঘটনাটিকে নিছকই দুর্ঘটনা বলেছিলেন।