ছিল ধর্ষণের অভিযোগ, আত্মহত্যা করলেন প্রাক্তন KKR তারকার শ্যালক

EX KKR Star Relative Suicide at Rajkot house-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মৃত্যু হল প্রাক্তন KKR তারকার শ্যালকের। তবে স্বাভাবিক মৃত্যু নয়, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারার শ্যালক জীত রাসিকভাই পাবারি (EX KKR Star Relative Suicide)। জানা গিয়েছে, নিজের বাড়িতেই আত্মহত্যা করেন ভারতীয় ক্রিকেটারের আত্মীয়। এরপরই তড়িঘড়ি তাঁকে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনাটি আত্মহত্যা নাকি চক্রান্ত করে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। বলাই বাহুল্য, KKR প্রাক্তনী পূজারার শ্যালকের বিরুদ্ধে গত বছরের নভেম্বরেই ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়।

ধর্ষণের অভিযোগ ছিল পূজারার শ্যালকের বিরুদ্ধে

ভাস্করের রিপোর্ট অনুযায়ী, রাজকোটের বাড়িতেই বুধবার আত্মহত্যা করেন ভারতীয় ক্রিকেটারের শ্যালক। জানা যায়, চেতেশ্বর পূজারার শ্বশুরবাড়ির সকলেই জামযোধপুরের বাসিন্দা। তবে বিগত 20 বছরেরও বেশি সময় ধরে রাজকোটে থাকছেন তারা। সেই বাড়িতেই মিলল জীত রাসিকভাইয়ের মরদেহ। না বললেই নয়, গত বছর অর্থাৎ 2024 সালের 26 নভেম্বর অর্থাৎ আজকের দিনে জিতের বিরুদ্ধে তাঁর প্রাক্তন বাগদত্তা বা হবু স্ত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের হয়।

ভারতীয় ক্রিকেটারের আত্মীয়র বিরুদ্ধে অভিযোগ ছিল, পাবারি নাকি ওই মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে নিজের চাহিদা পূরণ হয়ে গেলে তিনি প্রাক্তন হবু স্ত্রীকে বিয়ের জন্য না বলে দেন। মেয়েটির পরিবারের তরফে অভিযোগ করা, একেবারে ইচ্ছাকৃতভাবে বিয়ে ভেঙে দিয়েছিল জিতের পরিবার। আর এরপর তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে মামলা দায়ের করেন নির্যাতিতার পরিচিতরা। আর সেই একই দিনে ঠিক এক বছরের মাথায় আত্মহত্যার পথ বেছে নিলেন প্রাক্তন KKR তারকার শ্যালক। যেই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

অবশ্যই পড়ুন: পাকিস্তান নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে এই দলকে প্রতিপক্ষ চান সূর্যকুমার

প্রসঙ্গত, ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, রাজকোটের বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় জিতকে। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে চিহ্নিত করেন চিকিৎসকরা। আদতেই কি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন পূজারার শ্যালক, নাকি চক্রান্ত করে মারা হয়েছে তাঁকে, গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, পাবরির মৃত্যুস্থল থেকে কোনও রকম সুইসাইড নোট পাওয়া যায়নি।

Leave a Comment