সহেলি মিত্র, কলকাতা: হাওড়া, শিয়ালদা রেল ডিভিশনের যাত্রীদের দুর্ভোগ যেন কমারই নাম নিচ্ছে না। আজ রবিবার ছুটির দিন যখন অনেকে কোথাও না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন তখনই বেশ কিছু ট্রেন বাতিলের ঘোষণা করল হাওড়া ডিভিশন (Train Cancelled in Howrah Division)। হ্যাঁ ঠিকই শুনেছেন। মূলত হাওড়া ডিভিশনের রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল থেকে শুরু করে ট্রেন চলাচলের ওপর নিয়ন্ত্রণ করা হয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
হাওড়া ডিভিশনে বাতিল করল রেল
পূর্ব রেলের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ইঞ্জিনিয়ারিং ওভারহেড ইকুইপমেন্ট এবং সিগনাল এন্ড টেলিকমিউনিকেশন রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য হাওড়া ডিভিশনে বিভিন্ন শাখায় আজ রবিবার ১৬ নভেম্বর বেলায় ব্লকের প্রয়োজন হবে। যে কারণে রবিবার হাওড়া থেকে ট্রেন নম্বর ৩৭০৫৫,৩৭২৪৯,৩৭৩৬৩ এবং ৩৬৮২৩ বাতিল থাকবে। অপরদিকে ব্যান্ডেল থেকে ৩৭২৪৬, ৩৭৭৪৯, বর্ধমান থেকে ৩৬৮৩৪ বাতিল থাকবে।

অপরদিকে শেওড়াফুলি থেকে ৩৭০৫৬ আরামবাগ থেকে ৩৭৩৬৪, ৩৭৩৯৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮ বাতিল থাকবে। এছাড়াও ট্রেন নম্বর ৫৩০০৯ কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন কাটোয়া থেকে দুপুর ১২টার পরিবর্তে ১২:৩০টায় পুননির্ধারিত হবে। এর পাশাপাশি ৩৭৩৬৫ হাওড়া আরামবাগ লোকাল ট্রেন তারকেশ্বরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
শিয়ালদা ডিভিশনে ট্র্যাফিক ব্লক থাকবে
হাওড়া ডিভিশনের পাশাপাশি ট্র্যাক রক্ষণাবেক্ষণে সংক্রান্ত কাজের জন্য শিয়ালদা ডিভিশনের পলাশী রেজিনগর শাখায় আপ লাইনে রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার রাত ১১:৪০ থেকে ভোর ৩:৪০ অর্থাৎ ৪ ঘন্টার জন্য ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। যে কারণে ট্রেন নম্বর ৫৩১৮১ আপ শিয়ালদা-লালগোলা প্যাসেঞ্জার শিয়ালদা থেকে ১ ঘন্টার জন্য পুনর্নিধারিত হবে। ট্রেনটি যথাক্রমে ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর শিয়ালদা থেকে ছাড়বে এবং কৃষ্ণপুরে সংক্ষিপ্ত যাত্রা শেষ করবে।
