বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাজারো বিতর্কের মুখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই বাদ পড়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। খোদ BCCI এর নির্দেশে ওপার বাংলার বাঁ হাতি পেসারকে দল থেকে বিদায় দিয়েছে KKR। আর সেই ধাক্কা পেতেই মুখ খুললেন ওপার বাংলার ক্রিকেটার। IPL সহ শাহরুখ খানের দল থেকে বাদ পড়া নিয়ে বেশি কথা না বললেও মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের প্রাক্তন ক্রিকেটারের অল্প কথাতেই ঝরে পড়ল হতাশা।
KKR থেকে বাদ পড়ে মুখ খুললেন মুস্তাফিজ
শনিবার, ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া ইন্ডিয়া টুডের সাথে কথা বলার সময় জানিয়ে দেন, কলকাতা নাইট রাইডার্সকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হবে। বোর্ডের তরফে এমন নির্দেশের পরই তড়িঘড়ি ওপার বাংলার প্লেয়ারকে নিয়ে বিবৃতি দেয় শাহরুখের দল। ছেড়ে দেওয়া হয় ফিজকে। তাতে বেজায় চটেছেন ওপার বাংলার অনেকেই।
অবশ্যই পড়ুন: IPL না খেলেই ৯.২০ কোটি পাচ্ছেন মুস্তাফিজুর রহমান? রইল উত্তর
এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাদ পড়ে মুখ খুললেন খোদ মুস্তাফিজুর। বাংলাদেশের সংবাদমাধ্যম বিডিক্রিকেটটাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে মুস্তাফিজুর বলেছেন, “ছেড়ে দিলে আর কী বা করার….” এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পাওয়ার পরও সেখান থেকে ছিটকে যাওয়া নিয়ে বিশেষ কিছু বলেননি ওপার বাংলার টাইগার। তবে তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছিল একরাশ হতাশা।
অবশ্যই পড়ুন: নাম রয়েছে ১৮ জনের, রাজ্যে ১৪৫ কোটির কেলেঙ্কারিতে চার্জশিট দিল ইডি
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, এ বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে একমাত্র দল পেয়েছিলেন মুস্তাফিজুর। তাতে আনন্দে আত্মহারা হয়ে পড়েছিলেন ওপার বাংলার ক্রিকেট প্রিয় মানুষজন। তবে শেষ পর্যন্ত ফিজকেও IPL থেকে বাদ দিয়ে দেওয়া হলো। এই ঘটনায় ওপার বাংলার ক্রিকেটপ্রেমীদের পাশাপাশি মন খারাপ KKR থেকে সদ্য ছিটকে যাওয়া রহমানেরও।