ছেলেদের ১ লক্ষ ও মেয়েদের ১.৫ লাখ দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের এই স্কিম, নাম লেখালেন?

Gatidhara Scheme

সহেলি মিত্র, কলকাতা: বেকার যুবক-যুবতীদের জন্য দেশজুড়ে বেশ কিছু প্রকল্প চালিয়ে আসছে সরকার সে কেন্দ্রীয় সরকার হোক কিংবা যে কোনো রাজ্য সরকার, বেকারদের মুখে হাসি ফোটাতে এবং দুঃখ মেটাতে একের পর এক স্কিম এনেই চলেছে। আজকের এই প্রতিবেদনে তেমনি একটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে যার দরুণ উপকৃত হবেন অনেকে। আজ কথা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে চালু করা ‘গতিধারা’ স্কিম (Gatidhara Scheme) নিয়ে। বেকার যুবকদের বাণিজ্যিক ব্যবহারের জন্য যানবাহন কিনতে সহায়তা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প নিয়ে বছরের পর বছর ধরে আলোচনা হচ্ছে।

গাড়ি কেনার স্বপ্ন পূরণ হবে বেকারদের

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশন (FADA) এর মতে, গতিধারা প্রকল্পটি কেবল বেকার যুবকদের উপার্জনে সহায়তা করেনি, বরং বাংলার অটো শিল্পকে চুক্তিবদ্ধ হতেও বাধা দিয়েছে। এই গতিধারা স্কিমের মাধ্যমে রাজ্যের বেকার যুবক যুবতীদের গাড়ি কেনার স্বপ্ন পূরণ করছে সরকার। দেওয়া হচ্ছে আর্থিক সাহায্য। গাড়ি কেনার জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক সহ বেশ কিছু সংস্থাকে ঋণ ও আর্থিক সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।

‘গতিধারা’ স্কিমে আবেদনের যোগ্যতা কী?

জানা গিয়েছে, এই প্রকল্পের অধীনে বাণিজ্যিক গাড়ি কিনলে তাঁর মোট খরচের ৩০ শতাংশ, সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সরকার সাহায্য করে। বাকি টাকা ঋণ নিতে হয় আবেদনকারীকে। তবে মহিলাদের ক্ষেত্রে এই ভর্তুকির পরিমাণ থাকে ১.৫ লক্ষ টাকা। এক্ষেত্রে ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণের উপর নির্ভর করে কত দিনে টাকা শোধ দিতে হবে। যোগ্যতার কথা বললে, গতিধারা প্রকল্পে আবেদনের জন্য পরিবারের মাসিক আয় হতে হবে ২৫ হাজার টাকার কম। আবেদনকারীর বয়স হতে হবে ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ কাঁপুনি ধরাবে শীত, কলকাতা সহ ৬ দক্ষিণবঙ্গের জেলায় তীব্র সতর্কতা, আজকের আবহাওয়া

এছাড়াও আবেদনকারীর নাম আবশ্যিকভাবে এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নথিভুক্ত থাকতে হবে। পরিবারের শুধুমাত্র একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।এই প্রকল্পে আবেদনের জন্য অফলাইনে নথি সহ আবেদনপত্র পূরণ করে আঞ্চলিক পরিবহন অফিসে জমা দিতে হবে। তারপর সেখানে আবেদন মঞ্জুর হলে পছন্দের ডিলারের কাছে গিয়ে প্রয়োজনীয় নথি সহ আবেদনপত্র জমা দিতে হবে।

২০১৪ সালে চালু হয়েছিল গতিধারা প্রকল্প

বাংলা ২০১৪ সালের আগস্ট মাসে গতিধারা প্রকল্প চালু করে। ২৫,০০০ টাকা বা তার কম মাসিক আয়ের পরিবারগুলি এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার জন্য যোগ্য হবে। এই প্রকল্পের উদ্দেশ্য পরিবহন পরিষেবার প্রচারের মাধ্যমে রাজ্যের শহর ও গ্রামীণ এলাকায় স্ব-কর্মসংস্থান সৃষ্টি করা।

Leave a Comment