বিক্রম ব্যানার্জী, কলকাতা: চার সন্তানের মা। ছেলের জন্য সম্বন্ধ দেখতে গিয়ে পাত্রীর ভাইয়ের সাথে পালালেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাদকপুরে। জাগরনের প্রতিবেদন অনুযায়ী, ছেলের জন্য সমন্ধ দেখতে গিয়ে পাত্রীর ভাইকে বেজায় পছন্দ হয়ে যায় মায়ের।
ছেলেটিও ওই মহিলার প্রেমে পড়ে যান বলেই খবর। আর এরপরই তড়িঘড়ি দুজনেই ব্যক্তিগত সিদ্ধান্তে একে অপরকে বিয়ে করবেন বলেই ঠিক করেন। এরপর আর কি! পরিবারকে না জানিয়ে একে অপরের সাথে পালিয়ে যান ওই যুগল! এদিকে গোটা ঘটনা জেনে মাথায় হাত পরিবারের!
হাঁটুর বয়সী ছেলের সাথে প্রেম মহিলার
জাগরনের প্রতিবেদন অনুযায়ী, উত্তরপ্রদেশের ভাটপুরা গ্রামের 41 বছর বয়সী এক মহিলা দু সপ্তাহ আগে ছেলের বিয়ের জন্য পাশের গ্রাম সাদকপুরে পাত্রী দেখতে গিয়েছিলেন। সেই মতোই মেয়েটির পরিবারের সাথে কথাবার্তা চলছিল ওই মহিলার। এমন সময় নাকি হঠাৎ তাঁর চোখ পরে মেয়েটির 19 বছর বয়সী ভাইয়ের দিকে।
এরপর ওই যুবককে ডেকে কথা বলেন মহিলা। জানা যায়, যুবকের সাথে কথা বলার পরই তাঁর প্রেমে পড়ে যান 41 বছর বয়সী গৃহবধূ। সূত্রের খবর, এরপর বেশ কিছুদিন একে অপরের সাথে কথাবার্তা চালিয়ে গিয়েছিলেন তাঁরা। শেষ পর্যন্ত ছেলের বয়সী ওই যুবকের সাথে কথা বলে একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুজনে।
সেই মতোই পরিবারকে না জানিয়ে ওই তরুণের সাথে চম্পট দেন মধ্যবয়স্কা। এরপর গত 25 জুলাই, থানায় মহিলার নিখোঁজ হওয়ার খবর জানান তাঁর স্বামী। খোঁজ নিয়ে জানা গেল, গতকাল অর্থাৎ বুধবার প্রেমিককে নিয়ে থানায় হাজির হয়েছিলেন ওই মহিলা। খবর পেতেই তাঁদের পরিবারেও পুলিশ স্টেশনে পৌঁছয়।
পুলিশ সূত্রে খবর, দুজনের পরিবারের তরফে বারবার বোঝানো সত্ত্বেও তাঁরা একে অপরকে ছাড়তে রাজি হননি। ওই মহিলা নাকি দাবি করেছিলেন, তিনি বাকি জীবনটা ওই যুবকের সাথেই কাটাবেন। তাঁকে বিয়ে করবেন। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট থানার ইনচার্জ বিকাশ কুমার জানিয়েছেন, বুধবার মহিলা এবং ওই যুবক দুজনেই, একে অপরের সাথে থাকতে চেয়ে থানায় একটি হলফনামা জমা দিয়েছেন। এদিকে ঘটনাটি পাঁচ কান হতেই হই হই পড়ে গিয়েছে পার্শ্ববর্তী গ্রামেও।
অবশ্যই পড়ুন: ট্রাম্পের শুল্কবোমায় বন্ধ কোটি কোটি টাকার ডিম রফতানি, ভারতের সাথে ক্ষতি আমেরিকারও
উল্লেখ্য, পুলিশের তরফে জানানো হয়েছে 19 বছর বয়সী ওই যুবক কর্ণাটকের একটি সেলুনে কাজ করেন। অন্যদিকে ওই মহিলার স্বামী মূলত দিনমজুর। সূত্রের খবর, ছেলের জন্য পাত্রী খুঁজতে গিয়ে ওই যুবককে মনে ধরেছিল মহিলার। তাই ছেলের বিবাহের কথা ভুলে নিজেই পাত্রীর ভাইয়ের গলায় ঝুলে পড়েছেন বলেই দাবি পরিবারের।