প্রীতি পোদ্দার, কলকাতা: বর্তমানে অটো-টোটোর দাপটে রাস্তাঘাটে ক্রমেই বাড়ছে যানজট! প্রায়ই দেখা যায় রুটের প্রায় ২৫ কিলোমিটার রাস্তায় তিন-চার ভাগে টোটো-অটো চলাচল করছে, যার জেরে কমতে থাকছে বাসের গুরুত্ব। একেই পুরোনো বাস নিয়ে তৈরি হচ্ছে নানা বিতর্ক, তার উপর আবার কম বাস চলায় লোকসানের ঠেলায় বসে পড়ছে একের পর এক বাস। এমতাবস্থায় বাসের আকার নিয়ে এক জরুরি বিজ্ঞপ্তি জারি করল রাজ্য পরিবহন দপ্তর।
বাস চালকদের রোজগার বন্ধের আশঙ্কা!
বিগত কয়েকদিন ধরেই বাস মালিকদের একাংশের অভিযোগ উঠে আসছে যে, কোভিডের সময় থেকেই কলকাতা সহ অন্যান্য শহরে বিভিন্ন রুটে বাস যাত্রীর সংখ্যা ক্রমেই কমে আসছে। এ দিকে, জ্বালানির দামও লাগাতার বেড়ে গিয়েছে কিন্তু বাড়ানো হচ্ছে না যাত্রীদের ভাড়া। যার ফলে লাভের লাভ কিছুই হচ্ছে না বাস ব্যবসায়ীদের। সেই কারণে এখন প্রায় বহু রুটে বাস পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই পরিষেবা বন্ধ হতে গেলে অনেকেরই রোজগার বন্ধ হয়ে যাবে, তাই সেই কারণে বাস মালিকদের একাংশ বাসের আকার পরিবর্তন এবং আসন সংখ্যা বদলের আবেদন করছিলেন। আর সেটাই এবার সবুজ সংকেত দিল প্রশাসন।
নয়া বিজ্ঞপ্তি রাজ্য পরিবহণ দপ্তরের
আনন্দবাজারের রিপোর্ট অনুযায়ী, বাসের আকার সংক্রান্ত সম্প্রতি একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য পরিবহণ দফতর। প্রশাসনের তরফে জানানো হয়েছে, একই রুট পারমিটে এখন থেকে বাসের আসন সংখ্যা কমানো যাবে এবং প্রয়োজনে আসন সংখ্যা বাড়ানোও যাবে। সেক্ষেত্রে বাসের আসন সংখ্যা ন্যূনতম ২২ হতে হবে এবং সর্বোচ্চ ৫৫। বাসের মেঝে থেকে ছাদ পর্যন্ত উচ্চতা কমপক্ষে ছ’ফুট হতে হবে বলেও জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে যদি কোনও বাসের আসন সংখ্যা ৩০-এর কম হয়, সে ক্ষেত্রে ‘স্পেশ্যাল স্টেজ ক্যারেজ’ পারমিট নিতে হবে। আর তা না-হলে ‘স্টেজ ক্যারেজ’ পারমিট। শুধু তাই নয় প্রয়োজনে বাস চালক ছোট বা বড় নতুন বাসও রুটে নামাতে পারবে।
আরও পড়ুন: ‘ধস্তাধস্তিতে খোঁয়া গেল সোনার আংটি!’ অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের বীরভূমে
প্রসঙ্গত, এত দিন বাসের ন্যূনতম আসন সংখ্যা ছিল ৩৮। এবং তারও আগে যখন কাঠের বাস ছিল, সেই সময় আসন সংখ্যা ছিল ৪০। কিন্তু যেহেতু দিনে দিনে ক্যাব, অটো টোটোর মাহাত্ম্য বা দাপট বাড়ছে সেই কারণে বাসের প্রতি যাত্রীদের টান অনেকটাই কমে গিয়েছে। তাই বাস চালক বা বাস ব্যবসায়ীদের কথা ভেবে রাজ্য পরিবহন দপ্তর এই নয়া নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। আশা করা যাচ্ছে এই বাস সংক্রান্ত নিয়ম অসংখ্য বাস চালকদের সমস্যা দূর করবে।