সহেলি মিত্র, কলকাতা: ইধিকা পাল (Idhika Paul)… বর্তমান সময়ের এক জনপ্রিয় অভিনেত্রী। ওপার ও এপার বাংলা মিলিয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। সম্প্রতি তাঁকে দেবের সঙ্গে খাদানে অভিনয় করতে দেখা গিয়েছিল। সিনেমার ‘কিশোরী’ গানটি তাঁকে যেন জনপ্রিয়তার একদম চরমে নিয়ে যায়। এবার তাঁকে দেবের সঙ্গে ‘রঘু ডাকাত’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। সামনে এসেছে ট্রেলার। তবে এই সিনেমা মুক্তির আগেই ট্রোলিং-এর শিকার হলেন অভিনেত্রী। তাঁর করা এক মন্তব্যকে ঘিরে সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
চরম ট্রোলিং-এর শিকার দেবের নায়িকা
পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচকে অভিনেত্রী ইধিকা ‘ছাউ’ বলেছেন। আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক এবং ট্রোলিং। তাঁকে নিয়ে এখন সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রোলিং-এর বন্যা বয়ে যাচ্ছে। আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘ছাউ করেছি, ছাউয়ের একটা ছোট অংশ। ছাউ একটা খুবই ডিফিকাল্ট ফোক। একটু এদিকে ওদিক হলে ব্যাপারটা সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। আমাকে মুখে বা এক্সপ্রেসনের মাধ্যমে বোঝাতে হচ্ছে এটা ছাউ।’
ছৌ নাচকে ‘ছাউ’ বললেন ইধিকা পাল
এক কথায় ছৌ নাচ শিখতে অভিনেত্রীকে যথেষ্ট বেগ পেতে হয়েছে বলে জানান তিনি। আর এরপরেই ওই ভিডিওর কমেন্ট বক্স ট্রোলিং-এ ভরে গিয়েছে। একজন লিখেছেন, ‘ছাউ? ছৌ নৃত্যশিল্পীদের কী দুর্দিন এল’। অপর একজন লিখেছেন, ‘আমি ছাউ শুনে হাউ হাউ করে কেদে ফেললাম।’ অন্য একজন লিখেছেন, ‘দিদি বিদেশ (বাংলাদেশ) ঘুরে এসেছে না ওই জন্য ছৌ কে ছাউ বলছে।’
আরও পড়ুনঃ মিলছে আনলিমিটেড ডেটা! কম খরচে সেরা প্ল্যান লঞ্চ করল Jio, সঙ্গে ১ মাস ফ্রি পরিষেবা
এখানেই শেষ নয়, আরও এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ছাউ আবার কি দিদি? খায় না মাথায় দেয়? আপনাদের না শুনে আমি আজকাল গোপাল ভাঁড় আরও বেশি দেখা শুরু করেছি। কিন্তু প্রসঙ্গ যখন আমার পুরুলিয়া আর ছৌ। তখন কমেন্ট করতে বাধ্যই হলাম, বিশেষ করে আবার ‘ছাউ’ শুনে মাথা ঘুরে যাওয়ার জোগাড়।’ অন্য একজন লিখেছেন, ‘নায়িকা সুলভ কোনোকিছুই নেই তবুও এত রমরমা একে নিয়ে। কে ইনি?’