সৌভিক মুখার্জী, পুরী: আচ্ছা, আপনিও নিশ্চয়ই বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি বাচ্চার ভাইরাল ছবি বা ভিডিও দেখেছেন। আর সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বাচ্চা ছেলেটি পুরীর জগন্নাথ দেবের মন্দিরে (Viral Jagannath Child) সামনে বসে নিজের মনে করতাল বাজাচ্ছে। তবে নেট নাগরিকরা শিশুটাকে স্বয়ং জগন্নাথ দেবের সঙ্গে তুলনা করছে। কারণ, সেই শিশুটির মুখের সঙ্গে অবিকল জগন্নাথ দেবের মুখের মিল রয়েছে। কিন্তু আপনি কি এই শিশুটির আসল রহস্য জানেন? শুনলে সত্যিই আপনার চোখে জল আসবে।
শিশুটি ছেলে নাকি মেয়ে?
আসলে অনেকেই শিশুটিকে ভুল করে ছেলে মনে করছে। তবে ভিডিওটি যে প্রোফাইল থেকে ভাইরাল হয়েছে তা খতিয়ে জানা গেল যে ওই শিশুটি কোনও ছেলে নয়, বরং একটি মেয়ে। ভাইরাল প্রোফাইলে শিশুটির দিদিই মন্তব্য করেছেন যে, এটি তাঁর বোনের ভিডিও। এমনকি আপলোড করা ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে যে, শিশুটির পায়ে নুপুর পড়া। এমনকি তাঁর আচরণে অনেকটা মেয়েদেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাই অযথা শিশুটাকে ছেলে ভাববেন না।
জগন্নাথ দেবের ছবির সঙ্গে আদৌ কি মিল?
আসলে শিশুটির মুখের সঙ্গে জগন্নাথ দেবের একটি কাল্পনিক মিল অবশ্যই রয়েছে। আর এই দিকটায় অনেকের মন টানছে। কিন্তু বাস্তবে সত্যি হলো যে, শিশুটির স্কিনে যে ফাটাফাটা ভাব বা পোড়া পোড়া দাগ লক্ষ করা যাচ্ছে, সেগুলি সত্যিই মর্মান্তিক। কারণ, অনেকে ভুল করে ভাবছেন যে শিশুটি হয়তো ডাউন সিনড্রমে আক্রান্ত। কিন্তু না, শিশুটি শারীরিকভাবে ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। কিন্তু ধারণা করা হচ্ছে, সে কোনওভাবে অগ্নিদগ্ধ হয়েছিল বা আগুনে পুড়ে গিয়েছিল। সেই কারণেই তাঁর ত্বক বা মুখের কিছু অংশে এরকম ক্ষত সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন: এলাকা দখল নিয়ে বিবাদ, চলে বোমা ও গুলি! ইসলামপুরে অঝোরে প্রাণ গেল নাবালিকার
তাই অসহায় একজন শিশুর শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁকে দেবতা জ্ঞানে পূজা না করে অবশ্যই তাঁর পাশে দাঁড়ানোই মানবিক দৃষ্টিকোণ থেকে বুদ্ধিমানের কাজ হওয়া উচিত। সে যেখানেই থাকুক সুস্থ থাকুক এবং ভালো থাকুক, এটাই চাওয়ার। পাশাপাশি কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করার জন্য এই প্রতিবেদনটি নয়। আমরা শুধুমাত্র আসল সত্যিটা তুলে ধরলাম।