প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে ৭৯ তে পা রাখলেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi)। আর এই শুভ দিনেই ফের আইনি জটে ফাঁসলেন তিনি। জানা গিয়েছে ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে এবার জন্মদিনেই আইনি নোটিস পাঠাল দিল্লি আদালত। পাশাপাশি এব্যাপারে নোটিস দেওয়া হয়েছে দিল্লি পুলিশকেও, আগামী শুনানিতে জবাব চাওয়া হয়েছে তাদের কাছ থেকেও।
জন্মদিনের দিন আইনি নোটিস পেল সনিয়া
একাধিক রাজ্যের ভোটার তালিকায় কারচুপির অভিযোগে যখন বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী, সেখানে দাঁড়িয়ে ফের সনিয়ার নাগরিকত্ব ও ভোটার পরিচয় পত্র নিয়ে প্রশ্ন তুলতে শুরু করল বিজেপি। এমনকি এবার সেই অভিযোগের জল গড়াল আদালতে। জানা গিয়েছে বিকাশ ত্রিপাঠি নামের এক মামলাকারীর তরফে অভিযোগ করা হয়েছে যে ভারতের নাগরিকত্ব গ্রহণের আগেই নাকি ভোটার তালিকায় নাম উঠে গিয়েছিল সনিয়া গান্ধীর। শুধু তাই নয় প্রতারণা ও নথি জাল করার দায়ে সনিয়ার বিরুদ্ধে অপরাধমূলক পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন। আর তাই এবার সেই কারণে আজই জন্মদিনের দিন সনিয়াকে নোটিস পাঠাল দিল্লির আদালত।
নোটিস দেওয়া হয়েছে দিল্লি পুলিশকেও
উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে নিম্ন আদালতে সনিয়ার বিরুদ্ধে বিকাশ ত্রিপাঠি নাগরিকত্ব ও ভোটার তালিকায় নাম নিয়ে মামলা দায়েরের আর্জি করেছিল। তাঁর দাবি ছিল ১৯৮২ সালের ভোটার তালিকা থেকে সনিয়ার নাম মুছে দেওয়ার পর, ১৯৮৩ সালে জাল নথির মাধ্যমে ফের তা অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু সেই দাবি খারিজ করে দিয়েছিল আদালত। সেই সময় আদালত জানিয়েছিল, নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়ে হস্তক্ষেপ করা যায় না। এরপর নিম্ন আদালতের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই রাউস অ্যাভিনিউ কোর্টে যান বিকাশ। সেই মতো আজ জন্মদিনের দিন নোটিস পাঠানো হল সনিয়াকে। পাশাপাশি নোটিস দেওয়া হয়েছে দিল্লি পুলিশকেও, জবাব চাওয়া হয়েছে তাদের কাছ থেকেও। আগামী বছর ৬ জানুয়ারি এ নিয়ে পরবর্তী শুনানি হবে বলে জানা গিয়েছে।
সনিয়াকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
এদিকে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর ৭৯ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন নিজের এক্স হ্যান্ডলে সনিয়া গান্ধীকে উদ্দেশ্য করে এক পোস্ট করেন মোদি। সেখানে তিনি সনিয়া গান্ধীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় লেখেন, “সনিয়া গান্ধী যেন সুস্থ ও দীর্ঘ জীবন লাভ করেন।” এছাড়াও একাধিক রাজনীতিবিদ সনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য সত্ত্বেও সকলের এই শুভেচ্ছাবার্তাকে সৌজন্য ও পারস্পরিক সম্মানের উদাহরণ হিসাবে দেখছে রাজনৈতিক মহল।