জন্মাষ্টমীর আগে দীঘার মন্দিরের অলৌকিক ঘটনা! শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এল …

digha jagannath mandir

সহেলি মিত্র, কলকাতা: জন্মাষ্টমীর আগেই এ যেন অলৌকিক ঘটনা চমকে গেলেন পর্যটক থেকে শুরু করে সমগ্র দীঘাবাসী (Digha)। সকলের মুখে একটাই কথা, আকাশে এ কেমন গোলাকার জিনিস! বুধবার সকাল ১১টা ৩০ মিনিট নাগাদ দিঘার জগন্নাথ ধাম মন্দিরের মাথায় ফুটে ওঠে মহাজাগতিক বলয়। সূর্যকে ঘিরে বৃত্তাকার বলয় তৈরী হয়ে এক স্বর্গীয় দৃশ্য দেখার অনুভূতি পাচ্ছেন মানুষ।

দীঘার জগন্নাথ মন্দিরের ওপর মহাজাগতিক বলয়

এমনিতে যত সময় এগোচ্ছে দীঘা জগন্নাথ মন্দিরটি দ্রুত পশ্চিমবঙ্গের সবচেয়ে আলোচিত আধ্যাত্মিক নিদর্শনগুলির মধ্যে একটি হয়ে উঠেছে। বিখ্যাত পুরীর জগন্নাথ মন্দিরের প্রায় প্রতিরূপ হিসেবে নির্মিত, এই অত্যাশ্চর্য কাঠামোটি ৩০ এপ্রিল ২০২৫- এ উদ্বোধন করা হয়েছিল এবং তখন থেকে লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করেছে এটি। রথ যাত্রার দিনও বিশাল ভিড় হয়েছিল এখানে। এদিকে সামনেই রয়েছে জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীর প্রাক্কালে মহাজাগতিক ঘটনা ঘটল বাংলায়

আসলে এই বৃত্তাকার জিনিসটি রামধনু। এহেন দৃশ্য দেখতে এদিন মন্দির ও মন্দির চত্ত্বরে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিলেন। ভক্তরা মনে করছেন জন্মাষ্টমীর প্রাক্কালে এই স্বর্গীয় দৃশ্য যেন স্বয়ং ভগবান জগন্নাথের আশীর্বাদ। এই ছবিটি স্বয়ং সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ফেসবুকে তিনি লেখেন, ‘দিঘার জগন্নাথধামে প্রভু শ্রীকৃষ্ণের আগমনের বার্তা নিয়ে এলো রামধনুর আলোকবৃত্ত।’

আরও পড়ুনঃ অভয়ার মায়ের চোট, অনুমতিপ্রাপ্ত মিছিলে তাণ্ডব! নবান্ন অভিযানে পুলিশের অতি সক্রিয়তা নিয়ে কী বলছে হাইকোর্ট?

কী বলছেন বিজ্ঞানীরা?

এই রামধনুটি তথাকথিত রামধনুর মতো নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, সূর্যের চারপাশে বৃত্তাকার রামধনুর মতো যে আলোকরশ্মি দেখা যায়, তাকে সূর্যের আলোকমণ্ডল বা হ্যালোরিং বলা হয়।সাধারণত মেঘলা আবহাওয়ায় মেঘে জমে থাকা বরফের কণাগুলি মধ্যে দিয়ে আলো যাওয়ার ফলে, প্রতিফল ও প্রতিসরণের জেরে বিভিন্ন দিকে বেঁকে যায়। তৈরি হয় বৃত্তাকার বলয়। আজ সকাল থেকেই দীঘার আকাশ কালো মেঘে ঢাকা। তারপর এরকম দৃশ্য দেখে অভিভূত পর্যটক থেকে শুরু করে সাধারণ মানুষ।

Leave a Comment