বিক্রম ব্যানার্জী, কলকাতা: আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে যে কোনও প্রকারে ঘুরে দাঁড়াতে হবে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সকে। যে দলটা তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে পরিচিত, তারাই কিনা IPL 2025 এ একেবারে ধেরিয়েছে। গত বার শহরের এই দল পয়েন্ট তালিকার 8 নম্বরে থেকে নিজেদের যাত্রা শেষ করেছিল। তাই নতুন সিজনে আর যাতে সেই ভুল না হয় সেজন্যই সবদিক থেকে নিজেদের গুছিয়ে নিচ্ছে KKR। তবে এই মুহূর্তে কলকাতার সবচেয়ে বড় দুর্বলতা উইকেট কিপার না থাকা। বেশ কয়েকটি সূত্র দাবি করছে, আসন্ন মিনি নিলামের আগে বেশ কয়েকজন উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেটে রেখেছে KKR (KKR Target Wicket-Keeper)। সেই তালিকায় রয়েছেন এক ইংলিশ অস্ট্রেলিয়ান ক্রিকেটারও।
KKR এ আসতে পারেন ইংল্যান্ডে জন্ম নেওয়া এই অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটসম্যান
গত 15 নভেম্বর আন্দ্রে রাসেল এবং ভেঙ্কটেশ আইয়ারকে ছেড়ে দিয়ে সকলকে চমকে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সবচেয়ে বড় কথা, এই দুই তারকার পাশাপাশি তিন উইকেট কিপার কুইন্টন ডি কক, রহমানউল্লাহ গুরবাহ এবং লুভনিথ সিসোদিয়াকে ছেড়ে দিয়েছে শাহরুখের দল। যার কারণে এই মুহূর্তে তাদের উইকেটকিপারের স্লট ফাঁকা। আর সেই ফাঁকা আসন ভরাট করতেই একেবারে উঠে পড়ে লেগেছে বেগুনি সোনালী ম্যানেজমেন্ট। বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলামের আগেই ইংল্যান্ডে জন্মগ্রহণকারী এবং অস্ট্রেলিয়ার হয়ে খেলা এক তারকা উইকেট কিপার ব্যাটসম্যানকে টার্গেট করেছে KKR।
মাই খেলের এক প্রতিবেদন দাবি করছে, ইংল্যান্ডের জনপ্রিয় শহর লিডসে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান জশ ইংলিশকে দলে টেনে নেওয়া উচিত কলকাতা নাইট রাইডার্সের। বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্রের দাবি, IPL 2026 এ উইকেট কিপারের তিন স্লটের মধ্যে বিকল্প হিসেবে হলেও অস্ট্রেলিয়ার হয়ে তিন ফরম্যাটে খেলা এই উইকেট কিপার ব্যাটসম্যানকে কিনে নিতে পারে KKR। বলে রাখি, শেষ বারের মতো গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে খেলেছিলেন 2 কোটি 60 লাখের এই প্লেয়ার। 11 ম্যাচে অংশ নেওয়ায় তাঁর হাত থেকে 278 রানের যোগদান পেয়েছিল প্রীতি জিন্টার দল। তবে এবার তাঁকে দলে নেওয়ার সুযোগ হাতছাড়া করবে না KKR!
অবশ্যই পড়ুন: একটি টয়লেট ব্রাশের দাম ৭৬ হাজার টাকা! কত সম্পদের মালিক ভ্লাদিমির পুতিন? জানুন
উল্লেখ্য, রিটেনশন তালিকা প্রকাশের পাশাপাশি 10 নামজাদা প্লেয়ারকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। সেই সূত্রে অন্যান্য দলগুলির তুলনায় সবচেয়ে বেশি অর্থ অর্থাৎ 64.3 কোটি টাকা বাঁচিয়ে রেখেছে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। আর সেই অর্থ নিয়েই আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া মিনি নিলামে ঝাঁপিয়ে পড়বে শহর কলকাতার জনপ্রিয় দল KKR।