জম্মু-কাশ্মীরের সেনা ছাউনিতে সতীর্থের হাতেই খুন জওয়ান! ঘনাচ্ছে রহস্য

Jammu And Kashmir Army Murder

সৌভিক মুখার্জী, কলকাতা: জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে এবার সেনা অফিসারকে গুলি করে হত্যা করা হল (Jammu And Kashmir Army Murder)। তাহলে কি ফের জঙ্গি হানা? না, শেষে সম্ভাবনা খারিজ করা হয়েছে। কারণ, জানা যায় যে, ওই অফিসারকে তাঁরই এক সতীর্থ গুলি করেছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে জন্মু কাশ্মীরের সাম্বা জেলার এক সেনা ছাউনিতে এই ঘটনা ঘটে, যা নিয়ে কার্যত গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কিন্তু কী কারণে তাঁকে হত্যা করা হল? ঘনাচ্ছে রহস্য।

সেনা ছাউনিতে সেনা অফিসারকে হত্যা

রিপোর্ট অনুযায়ী খবর, গতকাল রাতে আচমকা গুলির শব্দে ওই সেনা ছাউনিতে শোরগোল পড়ে যায়। তারপর বাকি জওয়ানরা গিয়ে দেখেন যে, ওই জুনিয়র কমিশনার অফিসার গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তৎক্ষণিক তাঁকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে সেখানে মৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুন: ‘ইউনূসই খুন করিয়েছে হাদিকে, ওকেও দেশ ছাড়তে হবে!’ অন্তর্বর্তী সরকারকে তুলোধোনা হাদির ভাইয়ের

সেনাদের সূত্রে খবর পাওয়া গিয়েছে, ঘটনার পর থেকে অভিযুক্ত জওয়ান নিখোঁজ। এমনকি ধারণা করা হচ্ছে, তিনিই হয়তো সেনা অফিসারকে গুলি করেছেন। আপাতত তাঁর খোঁজে জন্মু ও কাশ্মীর পুলিশ বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, এই ঘটনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, এবং বর্তমানে তদন্ত চলছে। এক পুলিশ আধিকারিকের বক্তব্য, নিহত সেনা অফিসার রিয়াসি জেলার বাসিন্দা এবং অভিযুক্ত জওয়ান জম্মু-কাশ্মীরের বাসিন্দা। বর্তমানে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তল্লাশি চালানো হচ্ছে। তবে জঙ্গি হানার যে আশঙ্খা করা হচ্ছিল, সেই সন্দেহ দূর হয়েছে আপাতত।

Leave a Comment