‘জয় জোহার’ প্রকল্পে মাসিক পেনশন, বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি! জানালেন মমতা

jai johar scheme

সহেলি মিত্র, কলকাতাঃ বিশ্ব আদিবাসী দিবসে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর ৭ থেকে ১০ আগস্ট ৪ দিন ব্যাপী বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করা হয়েছে। আর বিশেষ সময়ে ‘জয় জোহর’ (Jai Johar) প্রকল্প নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী। আদিবাসীদের পেনশন দেওয়ার কথা জানালেন তিনি।

আদিবাসীদের নিয়ে বড় ঘোষণা মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট বার্তায় লেখেন, ‘বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমরা এ বছর আমাদের রাজ্যে ৭ থেকে ১০ই আগষ্ট – এই ৪ দিন ধরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করছি। আমাদের সরকার গত ১৪ বছরে আদিবাসীদের উন্নয়নে অনেক কাজ করেছে। আলাদা আদিবাসী উন্নয়ন দপ্তর গঠন করা হয়েছে। দপ্তরের বাজেট বরাদ্দ ২০১১ সালের তুলনায় ৭ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে।’

সব ভাষাকেই সম্মান করিঃ মুখ্যমন্ত্রী

তিনি আরও লেখেন, ‘আমাদের সময়ে সাঁওতালী, কুরুখ, কুড়মালী, নেপালী, হিন্দি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, ওড়িয়া, পাঞ্জাবী, তেলুগু ভাষাকে সরকারী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। আমরা সব ভাষাকেই সম্মান করি। রাজ্যে আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না, তার জন্য বিশেষ আইন করা হয়েছে। ৩ লক্ষের বেশি আদিবাসী মানুষকে ‘জয় জোহার’ প্রকল্পে মাসে ১ হাজার টাকা পেনশন দেওয়া হচ্ছে। প্রায় সাড়ে ১৯ লক্ষ ST Certificate প্রদান করা হয়েছে। Forest Rights Act এর অধীনে প্রায় ৪৯ হাজার আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা এবং ৮৫১টি কমিউনিটি ফরেস্ট পাট্টা প্রদান করা হয়েছে। প্রায় ৩৬ হাজার দরিদ্র আদিবাসী কেন্দু পাতা সংগ্রহকারী মানুষের জন্য বিশেষ সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করা হয়েছে। কেন্দুপাতার জন্য ন্যূনতম সহায়ক মূল্যও অনেক বাড়ানো হয়েছে। সাতশোর বেশি জাহের থান এবং দেড় হাজারের বেশি মাঝির থানের উন্নয়ন এবং চারদিকে ফেন্সিং করা হয়েছে।

আরও পড়ুনঃ টানা ঊর্ধ্বগতির মাঝে দরপতন! আজকের সোনা, রুপোর দাম

১৫ই নভেম্বর নিয়ে বিশেষ বার্তা মুখ্যমন্ত্রীর

টুইট বার্তায় ১৫ নভেম্বর নিয়ে বিশেষ বার্তা দিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তিনি জানালেন, ‘১৫ই নভেম্বর ভগবান বিরসা মুন্ডার জন্মদিবস পালন ও সরকারী ছুটি ঘোষণা করা হয়েছে । পন্ডিত রঘুনাথ মুর্মু’র জন্মদিনে ও হুল দিবসে ছুটি ঘোষণা করা হয়েছে। পবিত্র করম পুজোতে sectional holiday-র পরিবর্তে state holiday ঘোষণা করা হয়েছে। আদিবাসীদের জন্য ৮টি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। সাঁওতালী একাডেমী গঠন করা হয়েছে। সারনা/সারি ধর্মের স্বীকৃতির জন্য বিধানসভায় বিল পাশ করা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারকে চিঠি দেওয়া হয়েছে। আগামীদিনেও আমরা এইভাবেই আমাদের আদিবাসী ভাই-বোনেদের উন্নয়নে কাজ করে যাবো।’

Leave a Comment