জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করেও হার, চিনের চ্যাম্পিয়নদের আটকাতে পারল না ইস্টবেঙ্গল

East Bengal Lost in AFC women’s Champions League

বিক্রম ব্যানার্জী, কলকাতা: AFC উইমেন্স চ্যাম্পিয়নস লিগের (AFC Women’s Champions League) শুরুটা ইরানের দল বাম খাতুনের বিরুদ্ধে দুর্দান্ত জয় দিয়ে হয়েছিল ইস্টবেঙ্গলের। তবে পরের ধাপে এগোতে গিয়েও বাধা পড়ল লাল হলুদ। গতবারের চ্যাম্পিয়ন চিনা ক্লাব ইউহান জিয়াংদার সামনে চলল না কোনও জারিজুরি। লাল হলুদের পূর্ণশক্তির দলকে একেবারে বুড়ো আঙুল দেখিয়ে মাত্র 17 মিনিটের মধ্যে ম্যাচে 2 গোলের ব্যবধান তৈরি করে ফেলে বিদেশি দলটি। আর সেখান থেকেই জয়ের মুখ খুলে নিল তাঁরা। এদিকে প্রতিপক্ষের কাছে 2-0 গোলে হেরে শেষ আটে পৌঁছনোর আগেই বিরাট ধাক্কা খেল শহরের ঐতিহ্য ইস্টবেঙ্গল।

প্রথমার্ধেই ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছিল ইউহান!

বৃহস্পতিবারের ম্যাচে ঘরের মাঠে পূর্ণ শক্তির ইস্টবেঙ্গলকে একেবারেই হালকাভাবে নেয়নি ইউহান জিয়াংদা। ম্যাচের একেবারে শুরু থেকেই লাল হলুদের উপর চাপ ধরে রেখেছিল চিনের এই দল। তাতে নিজেদের রক্ষণ বাঁচাতে গিয়ে গোল করার সাহস হয়নি, লাল হলুদের মেয়েদের। আর সেই সুযোগেই 7 মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের জাল গোলে ভরিয়ে দেয় ইউহান। প্রথম গোল খেয়ে কিছুটা নড়েচড়ে বসে লাল হলুদ। তাতে অবশ্য আক্রমণের তেজ কমেনি প্রতিপক্ষের।

এদিন, প্রথম গোলের পর একেবারে চাঙ্গা হয়ে ওঠে চিনা দল। সেখান থেকেই নতুন গোলের খোঁজে একেবারে হন্যে হয়ে মাঠে ঘুরতে থাকে তারা। এফসি নাসাফের সাথে গ্রুপ পর্বে ড্র করার কারণে কিছুটা হলেও চাপে ছিল ইউহান জিয়াংদা, তাই ইস্টবেঙ্গলকে পেয়ে প্রথমার্ধেই নিজেদের সমস্ত অপ্রাপ্তি ঘুচিয়ে নিয়েছিল বিদেশের মেয়েরা। এদিন ম্যাচ 15 মিনিটে পৌঁছতেই পেনাল্টি পেয়ে যায় জিয়াংদা। তারই সদ্ব্যবহার করে নিজের দ্বিতীয় গোলটি করেন ওয়াংই। আর সেটাই ছিল লাল হলুদ প্রতিপক্ষের জয়সূচক গোল।

অবশ্যই পড়ুন: বাংলাদেশের কাছে হারতেই অধঃপতন! ফিফার র‍্যাঙ্কিংয়ে আরও পেছল ভারত

না বললেই নয়, বৃহস্পতিবার ম্যাচের প্রথম অংশে পরপর দুই গোল খেয়ে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। সেখানেই দলের স্ট্রাটেজি বদল থেকে শুরু করে শত্রুর উপর আক্রমণের ধরন কিছুটা পরিবর্তন করার আলোচনা চলে। কোচের সাথে সেই আলোচনা সেরে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বেশ কয়েকবার সুযোগ তৈরির চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল, কিন্তু তাতে কাজের কাজ হয়নি। প্রতিপক্ষের রক্ষণ এতটাই শক্তিশালী ছিল যে, এদিন জালে বল জড়ানো একপ্রকার অসম্ভব হয়ে পড়েছিল মশালবাহিনীর পক্ষে। প্রথমার্ধের দুই গোলের পর এদিন আর কোনও দলই গোল করতে পারেনি। ফলে শেষ আটে পৌঁছানোর স্বপ্ন দেখা ইস্টবেঙ্গলকে হারিয়ে নিজেদের জাত চেনাল চিনা দল।

Leave a Comment