‘জয় বাংলা’ স্লোগান শুনেই তেড়ে যান শুভেন্দু! তারপরেই বিস্ফোরক অভিযোগ শেখ মইদুলের

প্রীতি পোদ্দার, কলকাতা: মিছিলে যোগদান করার আগেই ‘জয় বাংলা’ স্লোগান শুনেই এবার মেজাজ হারালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী! মাঝরাস্তায় গাড়ি থেকে নেমে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তৃণমূল কর্মীর দিকে এগিয়ে গেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তারপরেই শুরু বচসা! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। আর তাতেই এবার কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল শিবির।

‘জয় বাংলা’ স্লোগান তৃণমূল কর্মীর!

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, গতকাল অর্থাৎ বুধবার, ৩০ জুলাই, হুগলির পুরশুড়া বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা যাত্রা মিছিলের আয়োজন করেছিল শুভেন্দু অধিকারী। তাই সেখানে যোগ দিতে আসছিলেন তিনি। কিন্তু সেখানে গাড়ি করে যাওয়ার সময় আরামবাগের হেলান এলাকায় শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দেন তৃণমূল সমর্থক শেখ মইদুল। এদিকে স্লোগান শুনেই গাড়ি থেকে রেগে নেমে আসেন শুভেন্দু অধিকারী। মেজাজ হারিয়ে তিনিও ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। আর তাতেই দুজনের মধ্যে বাদানুবাদ শুরু হয়। এমনকি শুভেন্দু এদিন তৃণমূল সমর্থককে রোহিঙ্গা বলে আক্রমণ করলে বিরোধী দলনেতাকেও ‘আপনি নিজে রোহিঙ্গা’ বলে কটাক্ষ করেন ওই তৃণমূল কর্মী। এরপর ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন শুভেন্দু।

বিরোধী দলনেতার আচরণে বিক্ষোভ!

শেখ মইদুল নামক ওই তৃণমূল কর্মীর দাবি ছিল যে, নিত্যদিন বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের জবাব চাইতে এসে রাস্তায় এসেছিলেন। এরপর জয় বাংলা স্লোগান দিতেই এই ঘটনা ঘটেছে। এছাড়াও স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও নাকি আপত্তিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা৷ এছাড়া শেখ মইদুল অভিযোগ করেন যে, শুভেন্দু অধিকারীর নিরাপত্তা রক্ষীরা নাকি তাঁকে মারধর করেছে। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আচরণের প্রতিবাদ করে গতকাল অর্থাৎ বুধবার রাতেই আরামবাগে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল৷ শুভেন্দু অধিকারীর আচরণ এবং মন্তব্যের নিন্দা করে মিছিল করেন শাসক দলের কর্মী ও সমর্থকরা৷

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল মামলায় হাইকোর্টে বড় দাবি রাজ্যের

তৃণমূলের কটাক্ষ

সোশাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করা মাত্রই ব্যাপক ভাইরাল হয়। শুভেন্দুকে খোঁচা দিয়ে তৃণমূল কংগ্রেসের একাংশ জানিয়েছেন “ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এমন রূপ আগে দেখেননি শুভেন্দু অধিকারী। ‘জয় বাংলা’ শুনলে গায়ে যেন ফোস্কা পড়ে!” আবার অনেকেই কটাক্ষ করে বলেন, হিন্দু নাগরিককে রোহিঙ্গা–পাকিস্তানি বলা খুবই নিন্দনীয়! তবে কি বাঙালির ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় ভুলিয়ে দিতে চাইছেন?” যদিও এখনও বিজেপির তরফে এই প্রসঙ্গ নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment