বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুস্তাফিজুর রহমান বিতর্কের পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসা নিয়ে বেঁকে বসেছে বাংলাদেশ (Bangladesh T20 World Cup)। বিশ্বকাপের ম্যাচগুলো যাতে অন্য দেশে আয়োজন করা হয় সেই দাবি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে কয়েকবার চিঠি দিয়েছে BCB। তবে কোনওবারই লাভের মুখ দেখতে পারেনি তারা। ICC অবশ্য খুব পরিস্কার ভাবে জানিয়ে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই আসতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। অন্যথায় পয়েন্ট কাটা যাবে তাদের। সেই সিদ্ধান্ত অবশ্য মানতে নারাজ পদ্মা পাড়ের বোর্ড। এরই মাঝে এবার শোনা যাচ্ছে, বিশ্বকাপের ম্যাচ নিয়ে ভারত বাংলাদেশ টানাপোড়েনে জয় হতে চলেছে ওপার বাংলারই!
বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলবে বাংলাদেশ?
ভারতে আসবে না বলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি শ্রীলঙ্কার স্টেডিয়াম গুলিতে খেলবে পাকিস্তান ক্রিকেট দল। মুস্তাফিজুর রহমান বিতর্কের পর সেই পথেই হেঁটেছে ভাই বাংলাদেশও। তাদের স্পষ্ট দাবি, কলকাতা এবং মুম্বইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হোক। যদিও এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
তবে বাংলাদেশের সংবাদমাধ্যম সময় নিউজ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, বিশ্বকাপের ম্যাচ নিয়ে শেষ পর্যন্ত জিততে চলেছে বাংলাদেশই! সব ঠিক থাকলে নাকি শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচগুলি আয়োজন করবে ICC! ওই প্রতিবেদনগুলিতে দাবি করা হচ্ছে, শেষ পর্যন্ত নাকি উপায় না পেয়ে ICC বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবিতেই মান্যতা দেবে। যদিও ওপার বাংলার এমন দিবাস্বপ কোনও দিন পূরণ হবে না বলেই জানাচ্ছেন ক্রিকেট মহলের অনেকেই।
অবশ্যই পড়ুন: “পাঠানো হয়নি কোনও চিঠি!” বাংলাদেশের মিথ্যাচার ফাঁস করল ICC
উল্লেখ্য, সোমবার বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল দাবি করেন, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিরাপত্তা কমিটি নাকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে পদ্মা পাড়ের বোর্ডকে তিনটি পরামর্শ দিয়েছে জয় শাহের সংস্থা। যার মধ্যে একটিতে নাকি ICC বলেছে মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই বিশ্বকাপের দল ঘোষণা করুক বাংলাদেশ। যদিও সেই রটনার 24 ঘণ্টার মধ্যেই বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টার দাবি নস্যাৎ করেছে বিশ্ব ক্রিকেট সংস্থা।