‘জলও খেলাম না’, বিজেপির বৈঠক ছেড়ে বেরিয়ে যান দিলীপ ঘোষ! কারণ ঘিরে ধোঁয়াশা

প্রীতি পোদ্দার, কলকাতা: দীর্ঘদিন দলের মূলস্রোত থেকে দূরে রয়েছেন দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রীর আহ্বানে দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন অনুষ্ঠানে দিলীপ ঘোষ এবং তাঁর স্ত্রী উপস্থিত থাকার পর থেকেই দলের মধ্যে তাঁকে নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। উঠে এসেছিল দল বদল সম্পর্কিত নানা রটনা। কিন্তু দিল্লিতে কেন্দ্রের তরফে ডাক পাওয়ার পর থেকেই ফের নয়া রূপে রাজনৈতিক ময়দানে নেমেছিলেন তিনি। কিন্তু ভিডিও বিতর্ক তাড়া করতে থাকে। যদিও তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, ওই ভিডিওর সাথে তাঁর কোনও সম্পর্ক নেই। এমনকি তিনি এর বিরুদ্ধে থানাতেও অভিযোগ দায়ের করেছেন। আর এরই মধ্যে গতকাল দলের সাংগঠনিক বৈঠকেও উপস্থিত হতে দেখা গেল দিলীপকে।

দলীয় বৈঠকে দিলীপ!

গতকাল অর্থাৎ সোমবার দুপুরে খড়্গপুরের ঝাপেটাপুর এলাকায় বিজেপির খড়্গপুর শহর দক্ষিণ মণ্ডল কমিটির কার্যালয়ে জেলার সাংগঠনিক বৈঠকে হাজির হন প্রাক্তন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৈঠকে দিলীপ ঘোষকে দেখে তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্যনেত্রী তথা প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রথম দিকে দিলীপ মঞ্চে লকেটের পাশের চেয়ারে বসতে রাজি হচ্ছিলেন না। কিন্তু লকেটের অনুরোধে শেষপর্যন্ত রাজি হয়ে লকেটের পাশেই বসেন তিনি। আর প্রায় দীর্ঘ ২৫ মিনিট দু’জনে কথাবার্তা বলেন। কিন্তু দুজনের মধ্যে কী কথা হয়েছে, তা জানা যায়নি।

এদিন দুপুর ২টো নাগাদ শুরু হয়েছিল বঙ্গ বিজেপির সংবাদিক বৈঠক। বৈঠকে দিলীপ-লকেট ছাড়াও ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সমিত মণ্ডল, বিজেপি নেত্রী সোনালি মুর্মূ। এটি ছিল জেলা কমিটি গঠন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। তবে মাত্র ২৫ মিনিটের মধ্যেই তিনি বৈঠক ছেড়ে বেরিয়ে যান। আর বেরোনোর সময় দিলীপ একটি সংক্ষিপ্ত মন্তব্য করেন যে, “জলও খেলাম না।” আর তাই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

বৈঠক চলাকালীন বেরিয়ে গেলেন দিলীপ!

এই মুহূর্তে দলে দিলীপ ঘোষ কার্যত কোণঠাসা। দিল্লি থেকে যতই তাঁকে গুরুদায়িত্ব দেওয়া হোক না কেন, দিলীপের অস্তিত্ব কোথাও গিয়ে যেন মিশে যাচ্ছে। তার উপর সম্প্রতি দিলীপ ঘোষকে নিয়ে ভাইরাল এক ভিডিও বিতর্ককে হাতিয়ার করে নিজের দলের মধ্যেই নানা সমালোচনা শুরু হয়েছে। তাইতো বৈঠক চলাকালীন হঠাৎ করেই দিলীপের এই বেরিয়ে আসাকে অনেকেই মনে করছেন দিলীপ ঘোষ হয়ত নিজেকে বৈঠকে মানিয়ে নিতে না পারায় বেরিয়ে গেছেন। তবে এর পিছনে সঠিক কারণ কী তা নিয়ে এখনও কোনো স্পষ্ট কারণ প্রকাশিত হয়নি।

কী বলছেন লকেট চট্টোপাধ্যায়?

বৈঠকে এদিন দিলীপ ঘোষের প্রসঙ্গ নিয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, “মেদিনীপুরের সংগঠন নিয়ে আলোচনা হয়েছে। আমাদের নিয়ম অনুযায়ী, দিলীপদা বৈঠকে আসতেই পারেন। তিনি প্রাক্তন সাংসদ এবং প্রাক্তন রাজ্য সভাপতি। তাঁকে স্বাগত জানানো হয়েছে।” তবে রাজনৈতিক মহলের অনেকের কাছেই লকেটের এই মন্তব্যকে অসন্তুষ্টের ভঙ্গিতে ঠেকেছে। অনেকেই জানাচ্ছেন তাঁর বক্তব্যের সুরে এটাই স্পষ্ট যে, দিলীপ ঘোষের এই আচরণ দলের কাছে একদমই অপ্রত্যাশিত ছিল না।

আরও পড়ুন: দিল্লিতে বাঙালি নির্যাতন নিয়ে মমতার দাবি মিথ্যে! ভিডিও প্রকাশ শুভেন্দুর

উল্লেখ্য বঙ্গীয় বিজেপির অন্দরে মেদিনীপুর জেলার বিজেপি সংগঠনে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত রাজ্য নেতৃত্ব জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়নি। সেই কারণে এই বিষয়েই জেলা সভাপতির সঙ্গে আলোচনা করতে রাজ্য নেতৃত্ব খড়্গপুরে উপস্থিত হন বিজেপি নেতা নেত্রীরা। যদিও আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়বস্তু নিয়ে কোনও মন্তব্য করতে চাননি কেউই।

Leave a Comment