বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, গুজরাতের কচ্ছ জেলার ভারত পাক জলসীমান্ত থেকে 15 জন পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স।
গুজরাতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে চোরাপথে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন তাঁরা। যা চোখে পড়ে যায় BSF জাওয়ানদের। গতকাল অর্থাৎ শনিবার মাঝরাতের এই ঘটনায় একটি নৌকা বাজেয়াপ্ত করেছে সীমান্ত রক্ষী বাহিনী।
কোন মতলবে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন ধৃতরা?
Amar Ujala-র রিপোর্ট অনুযায়ী, শনিবার গোপন সূত্রে খবর পেয়ে গুজরাতের কচ্ছ জেলার কোরি খাঁড়ি এলাকায় নিরাপত্তা জোরদার করে বর্ডার সিকিউরিটি ফোর্স। আর ঠিক সেই সময়ে টহলরত অবস্থায় BSF জাওয়ানরা দেখতে পান, একদল মৎস্যজীবী নৌকা নিয়ে জলসীমা অতিক্রম করার চেষ্টা করছে।
এরপরই তড়িঘড়ি ওই 15 জন মৎস্যজীবীকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বর্ডার সিকিউরিটি ফোর্সের 65 নম্বর ব্যাটেলিয়ন তল্লাশি চালিয়ে ধৃতদের কাছ থেকে প্রায় 60 কেজি মাছ, 9টি মাছ ধরার জাল, ডিজেল, বরফ রাখার পাত্র এবং বরফ সহ বেশ কিছু খাবার উদ্ধার করে।
অবশ্যই পড়ুন: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের লাইভ টেলিকাস্ট প্রশ্নের মুখে, দেশের স্বার্থে বড় আবেদন
পাশাপাশি ওই জেলেদের কাছ থেকে একটি মোবাইল ফোন এবং 200 পাকিস্তানি রুপিও বাজেয়াপ্ত করেছে BSF। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর তরফে পাওয়া তথ্য অনুযায়ী, যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকেই পাকিস্তানের সিন্ধু প্রদেশের সুজাওয়াল জেলার বাসিন্দা। তবে পাকিস্তানি মৎস্যজীবীরা ঠিক কোন কারণে ভারতে ঢোকার চেষ্টা করছিলেন তা জানা যায়নি। এদিকে গোটা ঘটনায় সতর্কতা বেড়েছে ভারত-পাক সীমান্তগুলিতে।