জলপাইগুড়িতে প্রশাসনের নাকের ডগায় ড্রাগ বিক্রির অভিযোগ, গ্রেফতার পুলিশেরই ছেলে

Jalpaiguri

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আগে ফের উত্তরবঙ্গ সফরের উদ্দেশ্য রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার বিকেলে বাগডোগরা হয়ে শিলিগুড়িতে পৌঁছানোর কথা তাঁর। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবার, ডুয়ার্সে তাঁর কর্মসূচি রয়েছে। সেখানে প্রশাসনিক বৈঠকের পাশাপাশি চা-বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী আসার আগে মাদক চক্রে এবার নাম উঠল অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলের। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে (Jalpaiguri)।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল অর্থাৎ সোমবার, গভীর রাতে জলপাইগুড়িতে মাদক বিরোধী আন্দোলনে পুলিশের পাশাপাশি সরব হন সাধারণ মানুষও। সেখানকার পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় একটি বাড়িতে ব্রাউন সুগার বিক্রির অভিযোগ উঠে আসে। ওইদিন রাতে মাদকাসক্ত এক যুবক ওই বাড়িতে মাদক কিনতে আসায় হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। তারপরই শুরু হয় ব্যাপক বচসা। পরিস্থিতি এতটাই ভয়ংকর আকার ধারণ করে যে, সঙ্গে সঙ্গে কোতওয়ালি থানার পুলিশকে খবর দেওয়া হয়। তাঁরা আসতেই এলাকায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে।

মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান

জানা গিয়েছে, গত সোমবার ইন্দিরা গান্ধী কলোনি এলাকায় মাদক চক্র কাণ্ডে ওই বাড়ি থেকে যেই দুইজন যুবককে গ্রেফতার করা হয়, তাঁদের মধ্যে একজন ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলে। তাঁদেরকে আপাতত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এই মুহুর্তে ধৃতদের নানা জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানার চেষ্টা করা হচ্ছে এই কাজে অন্য কারোর আর হাত আছে কিনা। এদিকে বিগত তিনদিন ধরে শহরে মাদকের বিরুদ্ধে টানা অভিযান চালাচ্ছে পুলিশ। বিভিন্ন এলাকায় রাতের পর রাত অভিযান চালানো হয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছিল অবৈধ তিনজন মাদক ব্যবসায়ী।

আরও পড়ুন: ‘প্রিয় দিদুন, মাকে ছাড়া খুব কষ্ট হয়!’ মমতাকে খোলা চিঠি ক্ষুদের! পড়ে চোখে জল সবার

প্রসঙ্গত, গত বুধবার গভীর রাতে জলপাইগুড়ি শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভাটিয়া বিল্ডিং থেকে শুরু হয়েছিল পুলিশের বিশেষ অভিযান। এরপর একে একে অন্তত পাঁচটি মাদকের আড্ডায় হানা দিয়ে ভেঙে দেয় একাধিক মদের ঠেক। ড্রাগ মাফিয়াদের বাড়ি ও দোকানে তল্লাশি চালানো হয়। পুলিশকে দেখেই আবার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী এলাকা অন্ধকার করে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

Leave a Comment