জল ঢালতে লাগবে ১০০ টাকা! শিবের নামে ‘নোংরা ব্যবসা’ তারকেশ্বরে, ক্ষোভে ফুঁসছে ভক্তরা

Tarkeshwar video goes viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শ্রাবণের পবিত্র তিথিতে শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে তারকেশ্বরে (Tarkeshwar) ভিড় জমান বহুভক্ত। এ বছরও সেই নিয়মের অন্যথা হয়নি। রাজ্যের বিভিন্ন প্রান্ত এমনকি ভিন রাজ্য থেকেও বহু ভক্ত বাবার মাথায় জল ঢালতে তারকেশ্বরে আসছেন। তবে দূরের পথ পেরিয়ে দীর্ঘ ক্লান্তির পর শান্তিতে শিবের মাথায় জল ঢালতে পারছেন না তাঁরা!

ভক্তদের একটা বড় অংশের অভিযোগ, তারকেশ্বরে শিবের মাথায় জল ঢালার জন্য আলাদাভাবে টাকা তোলা হচ্ছে! জানা গিয়েছে, শিবের মাথায় জল ঢালতে অতিরিক্ত টাকা নিয়ে বহু ভক্তকে ভিআইপি লাইনের নামে আগে মন্দিরে ঢোকানো হচ্ছে। এদিকে ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকার পর বাকিদের বলা হচ্ছে এটা ভিআইপি লাইন, পুজো দেওয়ার জন্য টাকা দিতে হবে! এবার এমন ঘটনার কথা প্রকাশ্যে এনেই ক্ষোভ উগরে দিয়েছেন বহু ভক্ত।

কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ভক্তদের

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তারকেশ্বরের বেশ কিছু ভিডিও। যেগুলির মধ্যে থেকে একটি ভিডিও নেট নাগরিকদের বিশেষ নজর কেড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, শিবের মাথায় জল ঢালতে দূর দূরান্ত থেকে এসেছেন ভক্তরা। সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁরা। ভিডিও গ্রাহক তাদের প্রশ্ন করতেই, একেবারে ক্ষোভ উগরে দেন ভক্তরা।

ভিডিওটি এক মহিলাকে অভিযোগ করতে শোনা যায়, ভোরে লাইন দিয়েও এখনও পর্যন্ত পুজো দিতে পারেননি তিনি। মূলত কর্তৃপক্ষ ভিআইপি লাইনের নাম করে তাঁদের কাছ থেকে 100 টাকা করে দাবি করছেন। ওই মহিলা ভক্ত বলেন, দূর থেকে এসেছি! সকাল থেকে লাইনে দাঁড়িয়ে। এখন হঠাৎ আমাদের বলা হচ্ছে, এটা ভিআইপি লাইন। পুজো দিতে গেলে 100 টাকা করে দিতে হবে। এটা কী ঠিক?

এরপরই তিনি মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে বলেন, এটাকে ভিআইপি লাইন বলে না! সকাল থেকে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে আছে! আমাদের জানানো হয়েছে এটা একটাই লাইন! এদিকে এখন মন্দির কর্তৃপক্ষ এসে বলছে এটা ভিআইপি লাইন। পুজো দিতে গেলে 100 টাকা করে দিতে হবে। পুজোর নামে চুরি হচ্ছে! ওই মহিলার সুরেই তাল মিলিয়ে আরও এক ভক্ত জানান, পুজো দেওয়ার জন্য যে টাকা দিতে হবে সে কথা তাদের আগে বলাই হয়নি। ভিআইপি লাইন প্রসঙ্গেও কেউই কিছু জানায়নি তাদের।

অবশ্যই পড়ুন: মাঠে ফিরলেন টিম ইন্ডিয়ান সিক্সার কিং, এশিয়া কাপের আগেই শক্তি দ্বিগুণ ভারতের!

ওই ভক্তের সংযোজন, দূর থেকে এসেছেন। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে এখনও পুজো দিয়ে উঠতে পারেননি! ভিডিওটিতে দেখা যায়, ওই ব্যক্তির সাথে সাথেই বাকি ভক্তরা বলে ওঠেন, 100 টাকা দেওয়ার সামর্থ্য সকলের নেই! ভক্তদের বেশিরভাগেরই অভিযোগ, তারকেশ্বরে পুজো দিতে এসে আগে কখনও এমন পরিস্থিতির সম্মুখীন হননি তাঁরা! পুজোর নামে মন্দির চত্বরে ব্যবসা চলছে বলেও দাবি ভক্তদের।

 

Leave a Comment