জল তুললেই ভরে যাচ্ছে! তারাপীঠের অলৌকিক জীবিত কুণ্ডকে ঘিরে ঘনাচ্ছে রহস্য

Tarapith Jibita Kund

সহেলি মিত্র, কলকাতাঃ তারাপীঠে এটা হচ্ছেটা কী! মন্দিরে থাকা ‘জীবিত কুণ্ড (Tarapith Jibita Kund) থেকে জল বের করলেও নিজে থেকে আবার সেই জল ভরে যাচ্ছে! এটা কী করে সম্ভব? এখন এই প্রশ্ন সকলেরই। এমনিতে এই তারাপীঠ নিয়ে শাস্ত্রে অনেক ঘটনার উল্লেখ আছে। অতীতে এমন অনেক ঘটনা এখানে ঘটেছে যার ব্যাখ্যা করে উঠতে পারেননি মানুষ। এবারেও ঠিক তেমনই এক ঘটনা ঘটেছে যা সকলকে অবাক করে রেখে দিয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক ঝটপট।

অলৌকিক কাণ্ড তারাপীঠে!

যারা তারাপীঠ গিয়েছেন বা যাবেন বলে ভাববেন তাঁদের কাছে মন্দির প্রাঙ্গনে থাকা জীবিত কুণ্ডর আলাদাই মাহাত্ম্য। এই কুণ্ড নিয়ে আগেও অনেক অলৌকিক ঘটনার উল্লেখ আছে বিভিন্ন জায়গায়। আর এবারেও এই কুণ্ডেই এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে ও সম্পর্কে শুনে আকাশ থেকে পড়তে শুরু করেছেন সকলে। ইতিমধ্যে এই কুণ্ডের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক গতিতে ভাইরাল হচ্ছে। আসলে এই কুণ্ড সংস্কারের কাজ করছে প্রশাসন। তবে এই কাজ করতে গিয়ে রীতিমতো কালঘাম ছুটে যাচ্ছে শ্রমিকদের। জল নাকি বেরই করা যাচ্ছে না।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ছবি ও ভিডিওতে দেখা যাচ্ছে, এই জীবিত কুণ্ড দেখতে অনেকটা ডোবার মতো। জীবিত কুণ্ডের মূল কাঠামো নাকি জল আর বের করে যাচ্ছে না! যতবার জল তুলে বাইরে ফেলা হচ্ছে, ততবারই ভরে উঠেছে কুণ্ডটি। আর এই ঘটনা দেখে তাজ্জব সকলে। এটা কী করে সম্ভব? প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সংস্কারের কাজের সঙ্গে যুক্ত সকলে।

তারাপীঠের জীবিত কুণ্ডকে ঘিরে ঘনাচ্ছে রহস্য

এই কুণ্ডকে নিয়ে বেশ কিছু কথা প্রচলিত আছে। যেমন কথিত আছে, তারাপীঠে তখন গভীর জঙ্গলে ঢাকা। দ্বারকা নদী উপর দিয়ে বজরা করে বাণিজ্য করতে যাওয়ার পথে সেখানে নোঙর করেছিলেন বণিক জয় দত্ত। হঠাত্‍ সাপের কামড়ের মৃত্যু হয় জয় দত্তের ছেলের। আবার ঘটনাচক্রে ঠিক সেই সময়ই কাটা শোলমাছ এই জীবিত কুণ্ডের ঘাটে পরিষ্কারের করছিলেন বণিকের কর্মচারী। জলে ডোবানোর পরই সেই মাছ নাকি জীবিত হয়ে চলে যায় পুকুরের গভীরে! এই ঘটনার পর নিজের মৃত ছেলেকে ওই পুকুরে স্নান করান জয় দত্ত। সেও নাকি বেঁচে ওঠে। সেই থেকে পুকুরটির নাম জীবিত কুণ্ড।

Leave a Comment