জাঁকিয়ে শীত দক্ষিণবঙ্গে! বাড়ছে কুয়াশার দাপট, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: ডিসেম্বর মাস পড়তে না পড়তেই ফের রাজ্য জুড়ে শীতের (Weather Update) আমেজ দেখা দিয়েছে। দিনকয়েক আগে আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে শীত একদমই ছিল না বললেই চলে। যার ফলে শীত প্রেমীদের মনে প্রশ্ন ছিল কবে পাকাপাকিভাবে পড়বে শীত। আর এবার অবশেষে ফের পুরোনো শীতের আমেজ ফিরে পেয়ে স্বস্তিতে রাজ্যবাসী। জানা গিয়েছে উইকেন্ডে আরও কমবে তাপমাত্রা।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, এইমুহুর্তে ঘূর্ণিঝড় দেতোয়া উপকূলে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও মধ্য বঙ্গোপসাগরের উপকূল থেকে মাত্র ৩০–৩৫ কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়াবিদদের অনুমান, নিম্নচাপটি আরও দুর্বল হয়ে উত্তরমুখী হবে এবং তামিলনাড়ু, পন্ডিচেরি ও অন্ধ্র উপকূলের কাছাকাছি সরে যাবে। যদিও এর কোনো প্রভাব বাংলায় না পড়লেও হাওয়া পরিবর্তনে ব্যাপক প্রভাবিত হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটির অনুযায়ী আগামীকাল অর্থাৎ শুক্রবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। সকালে এবং রাতের দিকে থাকবে কুয়াশার দাপট, তীব্র বেলা বাড়তেই ঝলমলে রোদের দেখা মিলবে। জানা গিয়েছে আগামী সাতদিন রাজ্য জুড়ে থাকবে শুষ্ক আবহাওয়া। তার সঙ্গে ধীরে ধীরে নামবে তাপমাত্রা। সপ্তাহান্তে আরও স্পষ্টভাবে মিলবে শীতের আমেজ। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনে ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলোতেও একই অবস্থা দেখা যাবে।

আরও পড়ুন: SIR না করতে দিলেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন! অমিত শাহের চালাকি ধরে ফেলার দাবি মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও আগামীকাল অর্থাৎ শুক্রবার, শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। অর্থাৎ উত্তরবঙ্গে এইমুহুর্তে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। সকাল ও রাতের দিকে থাকবে হালকা কুয়াশার দাপট, তারপর ধীরে ধীরে পরিষ্কার হয়ে উঠবে আকাশ। আগামী তিন থেকে চার দিনের মধ্যে এখানেও তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে এবং তারপর স্থির থাকবে। সবমিলিয়ে পাহাড়ি এলাকায় ঠান্ডা ধীরে ধীরে বাড়লেও বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

Leave a Comment