বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত থাকার পর একরাশ মন খারাপ নিয়ে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার বহু যুদ্ধজয়ের কারিগর চেতেশ্বর পুজারা। কিন্তু ঠিক কী কারণে অবসর, সেটা জানতেই এতদিন হাপিত্যেশ করে বসেছিলেন সমর্থকরা। শেষমেষ সেই অপেক্ষা শেষ হল। নিজের অবসরের কারণ প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পুজারা (Cheteshwar Pujara On His Retirement)।
কেন অবসরের সিদ্ধান্ত নিলেন পুজারা?
সম্প্রতি সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার পুজারা জানিয়েছেন, আমি যখন ব্রিটেনে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট চলাকালীন ধারাভাষ্য দিচ্ছিলাম, তখনও অবসর নিয়ে আমার কোনও মাথা ব্যথা ছিল না।
সেই সময়ে আমি নতুন মরসুমের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তবে দেশে ফিরে যখন আমি রঞ্জিত ট্রফির জন্য প্রস্তুতি শুরু করতে যাব, ঠিক সেই সময়ে আমি আমার পরিবার, বন্ধুবান্ধব এবং সতীর্থদের সাথে কথা বলতে গিয়ে জানতে চেয়েছিলাম আমার ক্রিকেটে থাকা নিয়ে তাদের কী মতামত।
এরপরই প্রাক্তন ভারতীয় তারকা বলেন, আসলে আমি জানতাম যদি আরও একটা সিজন খেলি, তাহলে দল আমার জায়গা রেখে দেবে। কিন্তু তখন আমি নিশ্চিত ছিলাম না যে পরবর্তী সিজনে আমি খেলতে পারবো কিনা। তাই আমি দলে অযথা নিজের জায়গা ধরে রাখতে চাইনি।
পুজারার সংযোজন, আমি মনে করেছিলাম আমি জায়গা ছেড়ে দিলে নতুন প্রজন্মের জন্য সুযোগ তৈরি হবে। আর সেটাই ছিল সঠিক সময়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথায়, মূলত তরুণদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
অবশ্যই পড়ুন: টাইব্রেকারে হেরে সিঙ্কফিল্ড কাপের স্বপ্নভঙ্গ প্রজ্ঞানন্দের, মন ভাঙল গুকেশেরও!
উল্লেখ্য, শেষবারের মতো 2023 সালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মঞ্চে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিলেন প্রাক্তন ভারতীয় তারকা চেতেশ্বর পুজারা। এরপরই তাঁর জন্য বন্ধ হয়ে যায় জাতীয় দলের দরজা।