জানুয়ারির দ্বিতীয় সপ্তাহেই সুপ্রিম কোর্টে DA মামলার শুনানি?

Bengal DA Case

সহেলি মিত্র, কলকাতাঃ জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে কি হবে মহার্ঘ ভাতা মামলার (Bengal DA Case) চূড়ান্ত শুনানি? এখন বাংলার সরকারি কর্মীদের মুখে এই একটাই প্রশ্ন। সেপ্টেম্বর মাসে বাংলার বকেয়া DA মামলার শেষ শুনানি হয়েছিল। এবারে রায়দানের পালা। তবে মাসের পর মাস কেটে গেলেও সেই চূড়ান্ত শুনানি হয়ে ওঠেনি সুপ্রিম কোর্টে। এদিকে এখন নতুন বছর ২০২৬ সাল পড়ে গিয়েছে। কেটে যাচ্ছে প্রথম সপ্তাহও। ফলে স্বাভাবিকভাবেই এখন সকলের তরফে একটাই প্রশ্ন বারবার করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে কি হবে মামলার শুনানি? এই বিষয়ে মুখ খুললেন ডিএ মামলাকারী তথা সরকারি কর্মচারীদের সংগঠনের নেতা মলয় মুখোপাধ্যায়।

আরও এক দফা DA বৃদ্ধির ঘোষণা করবে সরকার?

মলয় মুখোপাধ্যায় জানান, “জানুয়ারি মাসে ষষ্ঠ বেতন পে কমিশনের আওতায় এক কিস্তি দেওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ সরকারের। যদিও তা দেয়নি সরকার। আমি নিশ্চিত যে ফেব্রুয়ারি মাসে যখন রাজ্য বাজেট পেশ হবে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ বৃদ্ধি পা কিস্তি দেওয়ার কথা ঘোষণা করবেনই। আর করতেও হবে। এর কারণ এপ্রিল মাসে রাজ্য বিধানসভা ভোট রয়েছে। শুধু যে ডিএ ঘোষণা করবে তা নয়, নতুন পে কমিশনও লাগু করে দেবে সরকার। একটা গাজর ছড়িয়ে দেবে। বলবে, ‘নতুন পে কমিশন লাগু করলাম এবং সেটা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে লাগু হবে।’ এভাবে মিথ্যে কথা বলে ওই যে বাজেট অধিবেশনে ডিএ বৃদ্ধি। তাই কর্মচারী সমাজের আশা পূরণ হল না। আগামী মার্চ বা এপ্রিল মাসে ডিএ-র কিস্তির জন্য অপেক্ষা করতে হবে সকলকে।”

আরও পড়ুনঃ বন্ধ থাকবে সবকিছু, দেশজুড়ে ধর্মঘটের ডাক ব্যাঙ্ক কর্মীদের! ব্যহত হবে ATM পরিষেবাও

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হবে ডিএ মামলার শুনানি?

সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি চলছিল। গত ৫ জানুয়ারি, ২০২৬ সুপ্রিম কোর্ট খুলেছে। জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যখন সুপ্রিম কোর্ট খুলবে সেই সপ্তাহে রায় আসতে পারে বলে মনে করছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘আশা করা হচ্ছে যে, আদালত খোলার প্রথম সপ্তাহ (সোমবার থেকে শুক্রবার) অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই মামলার চূড়ান্ত রায়দান হতে পারে।’

আরও পড়ুনঃ রাজ্যজুড়ে চলা শৈত্যপ্রবাহের জেরে স্কুল ছুটির ঘোষণা সরকারের

তবে সংগঠনের মতে, যদি এই দুই সপ্তাহের মধ্যে রায়দান না হলে তা দীর্ঘ সময় ধরে অপেক্ষারত কর্মচারীদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর ডিএ মামলার চূড়ান্ত শুনানি সমাপ্ত হয় সুপ্রিম কোর্টে। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি পিকে মিশ্রর বেঞ্চে শুনানি শেষ হয়েছে। এই বিশেষ বেঞ্চই মামলার রায়দান করবে।

Leave a Comment