জানুয়ারি থেকেই নিয়মে বদল, কোন রেশন কার্ডে কত সামগ্রী মিলবে জানুন

Ration Card

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর ২০২৬ সাল থেকে রেশন ব্যবস্থায় একগুচ্ছ বদল হতে চলেছে। আর যার সরাসরি প্রভাব পড়বে আপনার হেঁশেলের ওপর। সেইসঙ্গে প্রভাব পড়বে আপনার পকেটের ওপরেও। মূলত রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে নতুন বছর থেকে একগুচ্ছ নিয়ম লাগু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে, জানুয়ারি থেকে রেশন কার্ডধারীদের মাসিক রেশন বিতরণে পরিবর্তন আনা হচ্ছে। কে কত রেশন পাবেন, বেশি না কম পাবেন, সে বিষয়ে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২০২৬ থেকে রেশন ব্যবস্থায় বড় বদল

জানা গিয়েছে, এখন জানুয়ারি থেকে চাল ও গমের বরাদ্দে পুনর্বিন্যাস করা হবে। রেশন কার্ডে (Ration Card) চালের বরাদ্দ কমিয়ে বেশি করে আটা দেওয়া হবে রেশনে। তবে, রাজ্য সরকারের নিজস্ব স্কিম কার্ডধারীদের জন্য ভালো খবর রয়েছে। বর্তমানে, রাজ্যে পাঁচ ধরনের কার্ড প্রচলিত আছে: AAY, PHH, SPHH, এবং রাজ্য সরকারের RKSY-1 এবং RKSY-2।

আরও পড়ুনঃ কর্মীদের জন্য চালু হল EPFO 3.0! পিএফ-র টাকা তোলার ক্ষেত্রে বদলে গেল ১১টি নিয়ম

একই ব্যবস্থা লাগু হবে বীরভূমেও। এই প্রসঙ্গে বীরভূমের অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বুলবুল বাকচী জানান, ‘বছরের শুরুতেই জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পে পরিবর্তন আসছে। সেই অনুযায়ী জেলার সমস্ত রেশন ডিলারকে নির্দেশ দেওয়া হয়েছে।’ নতুন বরাদ্দে চাল কমিয়ে সমপরিমাণ আটা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

কোন কার্ডেধারী কত রেশন পাবেন?

এবার চলুন জেনে নেওয়া যাক নতুন বছর থেকে কোন রেশন কার্ড ধারী কত পরিমাণ রেশন পাবেন। অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) কার্ডধারীরা এতদিন পরিবার পিছু মাসে ২১ কেজি চাল ও ৯৫০ গ্রাম ওজনের ১৪ প্যাকেট আটা পেতেন। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে চালের পরিমাণ কমিয়ে ১৫ কেজি করা হচ্ছে এবং আটার পরিমাণ বাড়িয়ে ২০ প্যাকেট করা হচ্ছে।

আরও পড়ুনঃ বাংলাদেশের লম্ফঝম্পের মাঝেই শক্তিশালী রণতরী পেল ভারতীয় নৌসেনা

পশ্চিমবঙ্গ সরকার AAY কার্ডধারীদের জন্য প্রতি মাসে পরিবার পিছু ১ কেজি চিনি ১৩.৫০ টাকা দরে দেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছে। পাশাপাশি পরিবারে তিনজনের বেশি সদস্য থাকলে অতিরিক্ত প্রতিজনের জন্য মাসে ১১ কেজি চাল বিনামূল্যে দেওয়া হবে।পিএইচএইচ গ্রাহকরা কেন্দ্রীয় প্রকল্পে ২ কেজি চাল ও ৩ প্যাকেট আটা বিনামূল্যে পাবেন। রাজ্যের তরফে কার্ড পিছু অতিরিক্ত ৬ কেজি চাল দেওয়া হবে। তবে রাজ্যের খাদ্য সুরক্ষা যোজনা আরকেএসওয়াই ১ ও ২-এ কোনও পরিবর্তন হচ্ছে না।

Leave a Comment