সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ব অর্থনীতির মঞ্চে বিরাট খেল দেখাল ভারত। সরকারি সূত্রে জানা গেল, জাপানকে টপকে এবার ভারত বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি (Indian Economy)। বর্তমানে ভারতের অর্থনীতির অংক দাড়িয়েছে ৪.১৮ ট্রিলিয়ন মার্কিন ডলার। সরকারের দেওয়া বিবৃতি অনুযায়ী, বর্তমান বাজারের ধারা বজায় থাকলে আগামী আড়াই থেকে তিন বছরের মধ্যেই জার্মানিকে টপকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে চলেছে ভারত। এমনকি ২০৩০ সালের মধ্যে ভারতের মোট জিডিপি দাঁড়াবে ৭.৩ ট্রিলিয়ন মার্কিন ডলার।
অর্থনীতির দিক থেকে বিরাট লাফ ভারতের
সরকার দাবি করছে, ভারত এই মুহূর্তে বিশ্বের সবথেকে দ্রুত বৃদ্ধি পেতে থাকা অর্থনীতি দেশগুলির মধ্যে অন্যতম। ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতের মোট জিডিপি বেড়েছে ৮.২%, যা বিগত ত্রৈমাসিকের তুলনায় আরও বেশি। এদিকে প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ছিল ৭.৮% এবং গত অর্থবর্ষের শেষ ত্রৈমাসিকে ছিল ৭.৪%। আর এই প্রবৃদ্ধির ফলে ২০২৫-২৬ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি পৌঁছেছে ছয় ত্রৈমাসিকের মধ্যে সর্বোচ্চ স্তরে।
আরও পড়ুন: উত্তরাখণ্ডে দুটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, আহত কমপক্ষে ৬০
এদিকে সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্য ঘিরে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও ভারতের অর্থনীতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল। বিশেষ করে দেশীয় চাহিদা এবং শক্তিশালী বেসরকারি ব্যয় এই বৃদ্ধির পিছনে প্রধান চালিকাশক্তি হিসাবে কাজ করছে। এদিকে বর্তমানে বিশ্বের বৃহত্তম অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দ্বিতীয় স্থানে রয়েছে জিনপিংয়ের দেশ।
আরও পড়ুন: সোনা, রুপোর দামে বড় ধস! খুশির জোয়ার মধ্যবিত্তদের মনে, আজকের রেট
ভারতের অর্থনীতি নিয়ে পূর্বাভাস
বলে রাখি, ভারতের অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা পূর্বাভাস দিয়েছে। যেমন ওয়ার্ল্ড ব্যাঙ্ক বলেছে, ২০২৬ সালে ৬.৫% বৃদ্ধি পাবে। মুডিজের তরফ থেকে বলা হয়েছে, ২০২৬ সালে ৬.৪% বাড়বে এবং ২০২৭ সালে তা বাড়বে ৬.৫%। আইএমএফ বলছে, ২০২৫ সালে ৬.৬% বাড়বে এবং ২০২৬ সালে বাড়বে ৬.২%। পাশাপাশি ওইসিডি বলছে ২০২৫ এবং ২০২৬ সালে যথাক্রমে ৬.৭% এবং ৬.২% বাড়বে। এছাড়া এশিয়ান ডেভলপমেন্ট ব্যাঙ্ক বলেছে ২০২৫ সালে ভারতের জিডিপি বাড়বে ৭.২%। এখন দেখার, আগামী অর্থবর্ষে ভারতের জিডিপি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়।