জাপানের মতো পরিস্কার, শৃঙ্খলা! ভারতের ‘রোল মডেল’ রাজ্যের প্রশংসা আনন্দ মাহিন্দ্রার

Anand Mahindra sikkim

সহেলি মিত্র, কলকাতা: ফের একবার শিরোনামে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা (Anand Mahindra)। এবার তিনি নিজের সামাজিক মাধ্যমে এমন এক ভিডিও শেয়ার করলেন যা মুহূর্তের মধ্যে ভাইরাল তো হয়েইছেই, এর পাশাপাশি সকলে দেখে তাক লাগিয়ে দিয়েছেন। এই ভিডিওতে এমন কিছু দৃশ্য রয়েছে যা ভারত না জাপানের তা এক নজরে আপনি ধরতেই পারবেন না। চলুন আরও বিশদে জেনে নেবেন ঝটপট।

নতুন ভিডিও শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা

আসলে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সিকিম রাজ্যের একটি সুন্দর পোস্ট রিপোস্ট করেছেন। বাংলার এই পড়শি রাজ্যের রাস্তাঘাট যে কত সুন্দর তা হয়তো অনেকেরই ধারণার বাইরে। কেউ হয়তো এক নজরে দেখলে বুঝতেও পারবেন না এটা ভারত না জাপান। অনেক সময়েই সামাজিক মাধ্যমে ভারতের বেশ কিছু গলি, নোংরা রাস্তাঘাটের ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, যা দেখে বহু মানুষকে কমেন্ট অবধি করতে শোনা যায়। তবে এবারে তা অনেকটাই ব্যতিক্রমী। সিকিমের মতো এত সুন্দর এবং ঝকঝকে রাজ্য হয়তো খুব কমই আছে দেশে, তা আপনিও মানতে বাধ্য হবেন।

ধনকুবের শিল্পপতি মাহিন্দ্রা সামাজিক মাধ্যমে যে বেশ সক্রিয় তা তাঁর নিয়মিত পোস্ট দেখলেই বোঝা যায়। এবারে শিল্পপতি ট্রাভেলার সত্যজিৎ দাহিয়া, যিনি দেশী_একক_ভ্রমণকারী নামেও পরিচিত, রাজ্যের নির্মল রাস্তাঘাট এবং শান্ত এলাকাগুলি প্রদর্শন করে একটি ভাইরাল ভিডিও পোস্ট করেছেন। প্রতিক্রিয়ায়, মাহিন্দ্রা সিকিমকে নগর শৃঙ্খলার একটি রোল মডেল হিসেবে তুলে ধরেছেন, জোর দিয়ে বলেছেন যে ভারতের উচিত বিদেশী শহরগুলির সাথে তুলনা করার পরিবর্তে তাদের নিজস্ব যোগ্যতার ভিত্তিতে তার নাগরিক অর্জনগুলিকে স্বীকৃতি দেওয়া এবং উদযাপন করা। পরিষ্কার-পরিচ্ছন্নতার বাইরে, সিকিম প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সুপরিকল্পিত স্থানের একটি সমৃদ্ধ মিশ্রণ প্রদান করে।

সিকিমের সৌন্দর্য আপনার মন ছুঁয়ে নেবে

সিকিম পূর্ব হিমালয়ে অবস্থিত, নেপাল, ভুটান এবং তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। রাজ্যটি তার মনোরম প্রাকৃতিক দৃশ্যের জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে ঢালু পাহাড়, সবুজ উপত্যকা এবং তুষারাবৃত চূড়া। সিকিমের এমন কিছু জায়গা রয়েছে যা আজকের দিনে দাঁড়িয়েও নিজেদের ঐতিহ্য বহন করে রয়েছে। এখানকার রাস্তাঘাট, মানুষজন, দোকানপাট দেখলে আপনার এমনিই মন ভালো হয়ে যাবে। গ্যাংটক এবং পেলিং-এর মতো শহরগুলিকে একটি দৃষ্টিনন্দন দেয় পর্যটকদের। এক কথায় সিকিমের সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে।

Leave a Comment