জামিন বাতিল হবে পার্থর? হুঁশিয়ারি ব্যাঙ্কশাল কোর্টের

Partha Chatterjee

প্রীতি পোদ্দার, কলকাতা: জামিন পেয়েই ফের বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়! তবে কি ফের জেলমুখী হতে চলেছেন তিনি? জানা গিয়েছে আজ প্রাথমিক নিয়োগ মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) জামিন বাতিলের হুঁশিয়ারি দিলেন বিচারক শুভেন্দু সাহা! কারণ হিসেবে জানা গিয়েছে ইডি-র মামলায় সশরীরে হাজিরা না দেওয়ায় এই পরিণতি হয়েছে তাঁর।

পার্থর অনুপস্থিতে ক্ষুব্ধ বিচারক

নিয়ম অনুসারে, উচ্চ আদালত থেকে কোনও ব্যক্তি যদি জামিন পান, সেটা কনফরমেশন হয় নিম্ন আদালত থেকে। পরবর্তী যে হাজিরার দিন থাকে, নিম্ন আদালতে হাজিরা দিতে হয়। কিন্তু সেই কাজ করল না পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর আজ অর্থাৎ বুধবার ইডি বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরার দিন ছিল। কিন্তু তাঁকে এইদিন আদালতে আর দেখা যায়নি। এদিকে পার্থর গরহাজিরার কারণ হিসাবে তাঁর আইনজীবীরা বিচারকের কাছে অসুস্থতার কারণ দর্শিয়েছিলেন আর তাতেই ক্ষুব্ধ বিচারক শুভেন্দু সাহা। তিনি প্রশ্ন তোলেন, “পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক এমন কোনও অসুস্থতা রয়েছে কি, যে চিকিৎসক তাঁকে বেড রেস্টের পরামর্শ দিয়েছেন? তাহলে কেন পার্থ চট্টোপাধ্যায় সশরীরে হাজিরা দিলেন না?”

অনুপস্থিত ছিলেন অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী এদিন আদালতে পার্থর অসুস্থতার কথা জানানোয় বিচারক শুভেন্দু সাহা বলেন, ‘‘পার্থ-সহ বাকি যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তাঁদের শর্ত দেওয়া আছে যে মামলার দিনগুলিতে তাঁদের আদালতে হাজিরা দিতে হবে। আশা করি আপনারা পচা শামুকে পা কাটবেন না! মনে রাখবেন হাজিরা না দিলে এই কোর্টের ক্ষমতা আছে জামিন বাতিল করে দেওয়ার।’’ এদিন আইনজীবীর মাধ‍্যমে পাসপোর্ট আদালতের কাছে জমা দিয়েছেন পার্থ। বুধবার আদালতে অনুপস্থিত ছিলেন মামলার আর এক অভিযুক্ত শান্তনু বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, পার্থের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়-সহ বেশ কয়েক জন হাজির ছিলেন। এই মামলার পরবর্তী শুনানি হবে ৬ জানুয়ারি।

আরও পড়ুন: কসবা গণধর্ষণকাণ্ডে নয়া মোড়! অভিযোগ তুলে নেওয়ার হুমকি নির্যাতিতার পরিবারকে

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।সম্প্রতি প্রায় সাড়ে তিন বছর পর রাজের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ কারাবাস শেষ করে জামিনে মুক্ত পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিন পেলেও পার্থ চট্টোপাধ্যায়ের এখনও ক্লিনচিট মেলেনি।

Leave a Comment