জালিয়াতি থেকে মহিলা নির্যাতন! ইসকন প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযোগ ঘিরে রণক্ষেত্র হবিবপুর

Nadia

প্রীতি পোদ্দার, কলকাতা: নদিয়ার (Nadia) হবিবপুর ইসকন মন্দিরে তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি! মন্দিরের প্রেসিডেন্ট সুন্দর নিতাই দাসের বিরুদ্ধে উঠে এল একের পর এক কুকীর্তির অভিযোগ। মহিলা ভক্তদের শারীরিক নির্যাতনের পাশাপাশি মন্দিরে অর্থ কারচুপির একাধিক অভিযোগ উঠে এল তাঁর বিরুদ্ধে। আর সেই ঘটনা প্রকাশ্যে আসতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভে নামলেন ভক্তরা।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বিগত কয়েকদিন ধরেই নদিয়ার হবিবপুর ইসকন মন্দিরে নানা কারচুপি এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠে আসছে মন্দির প্রেসিডেন্ট সুন্দর নিতাই দাসের বিরুদ্ধে। অভিযোগের মাধ্যমে জানা গিয়েছে, সুন্দর নিতাই নাকি মন্দিরের একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক রেখেছেন। শুধু তাই নয় ভক্তি শ্রদ্ধা দেখিয়ে মন্দিরের ভিতরে অর্থ সরানোর পাশাপাশি জমি বিক্রির অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয় গো মাতাদের যেখানে সেবা যত্ন শীর্ষে সেখানে গো মাতাদের কোনও দেখভাল করা হচ্ছে না। রথ তৈরি করার টাকা দিয়েও নানা কুকীর্তি করার অভিযোগ তুলেছে বিক্ষোভকারীরা।

আরও পড়ুন: জেলে বসেই কারসাজি শাহজাহানের! তদন্ত করতে সন্দেশখালি ছুটল CBI

ড্রাইভারকে মারধর বিক্ষোভকারীদের

ইসকন মন্দিরের বিক্ষোভকারীদের দাবি প্রেসিডেন্ট সুন্দর নিতাই দাসের বিরুদ্ধে প্রথমে মন্দিরের উচ্চ কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হলেও নাকি কোনরকম তদন্ত করার বা প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করেননি। তাই বাধ্য হয়ে আজ অর্থাৎ শনিবার বিক্ষোভকারীদের একাংশ জোরপূর্বক ইসকন মন্দিরের প্রেসিডেন্টকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং প্রেসিডেন্টের ঘরে তালা লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। ঘটনার প্রতিবাদ করায় প্রেসিডেন্টের গাড়ির ড্রাইভারকে উদোম মারধর করে বিক্ষোভকারীরা। পরে রানাঘাট থানার পুলিশকে খবর দেওয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এই বিষয়ে কোনও মন্তব্য করেনি প্রেসিডেন্ট সুন্দর নিতাই দাস।

Leave a Comment