সহেলি মিত্র, কলকাতাঃ পদ্মার ইলিশ (Ilish) কবে পাতে পড়বে? সেই প্রশ্ন বারবার করছেন বাংলার মানুষ। অন্যদিকে ওপার বাংলায় দেদার মৎস্যজীবীদের জালে উঠছে পদ্মার ইলিশ। তবে সেই মাছের দাম শুনলে আপনারও আত্মারাম খাঁচা হয়ে যেতে পারে বৈকি। ইলিশের দাম এত উঠতে পারে ভাবতেও পারবেন না। দাম পাঁচ অঙ্ক ছাড়িয়েছে। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
জালে উঠল বিশাল আকৃতির পদ্মার ইলিশ
একে তো দেশে এখন ভরা বর্ষাকাল। আর এই সময়ে ইলিশের রমরমা চোখে পড়ে। বাজারে দিঘা থেকে শুরু করে ডায়মন্ড হারবার, নামখানা থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ ঢুকছে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলায়। আর সেগুলি মানুষ মহা আনন্দের সঙ্গে কিনছেন। তবে সবকিছুর মধ্যেও কিছু মানুষ এমন রয়েছেন যারা পদ্মার ইলিশ বাজারে উঠেছে কিনা খোঁজ নিচ্ছেন। এই বর্ষার মরসুমে আদৌ মাছপ্রেমী বাঙালি পদ্মার ইলিশের স্বাদ পাবেন কিনা দেখা দিয়েছে প্রশ্ন। যাইহোক, এসবের মাঝেই পদ্মা নদী থেকে বিশাল আকৃতির ইলিশ ধরলন মৎস্যজীবীরা।
আরও পড়ুনঃ দুবাইয়ে বসে কলকাতায় প্রতারণা! ক্রিপ্টোয় বিনিয়োগের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ
BD প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদীতে বড় আকৃতির একটি ইলিশ মাছ ধরা পড়েছে। চরকর্ণেশন কলাবাগান এলাকা থেকে জেলে জাহাঙ্গীর হালদারের জালে ধরা পড়েছে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আর এই ইলিশ মাছ যে দামে বিক্রি হয়েছে শুনলে চমকে উঠবেন। বলা হচ্ছে, এই ২ কেজি ৪০০ গ্রামের ইলিশ নাকি বিক্রি হয়েছে ১২ হাজার ৪৮০ টাকায়।
পদ্মার ইলিশ বিক্রি হল ১২,৪৮০ টাকায়
দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ইলিশ মাছটি ওই দামে কিনে নেন। এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘জেলে জাহাঙ্গীর হালদারের কাছ থেকে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছটি আমি ১২ হাজার ৪৮০ টাকা দিয়ে কিনে নিয়েছি। এখন কেজিতে কিছু লাভ রেখে ফোনের মাধ্যমে ঠাকুরগাঁও জেলায় ইলিশ মাছটি বিক্রি করে দিয়েছি।’ এদিকে এত বড় মাছ ধরে এবং বিক্রি করে খুশি সকলেই। অনেকের কাছে গর্বের বিষয়। জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, ‘পদ্মায় এত বড় ইলিশ আমাদের সবার জন্য গর্বের। ইলিশ রক্ষায় সবাইকে আন্তরিক হতে হবে।’