বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগে রাজা ছুঁড়ে বিতর্কের অন্যতম মুখ হয়ে উঠেছিলেন তিনি। এবার সেই কঠিন প্রতিপক্ষ হিরাকু নাকামুরার সামনে পাশা পাল্টে দিলেন বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশ (D Gukesh Beats Nakamura)। প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারে নিখুঁত জয় খুঁজে বের করলেন তিনি। তবে সবচেয়ে অবাক করা বিষয় হল, নাকামুরাকে হারিয়ে কোনও রকম প্রতিশোধমূলক অঙ্গভঙ্গি কিংবা বিশেষ উচ্ছাস দেখালেন না তিনি। বদলে অন্যান্য সময়ের মতো দাবার গুটি গুছিয়ে রাখলেন ভারতীয় দাবাড়ু।
দ্বিতীয় রাউন্ডেই প্রতিপক্ষকে উড়িয়ে দিলেন গুকেশ
ক্লাচ দাবা প্রতিযোগিতার র্যাপিড ফরম্যাটে দ্বিতীয় রাউন্ড শুরু হতেই একেবারে প্রথমেই নাকামুরাকে পরাস্ত করেন ভারতের ছেলে গুকেশ। এদিন প্রতিপক্ষের সামনে পরিকল্পনা, স্থিরতা, বিচক্ষণতা, কৌশল প্রায় সব দিক থেকেই কালো ঘুঁটি হাতে এগিয়েছিলেন ভারতীয় প্রতিপক্ষ। তবে বোর্ডের উল্টো দিকে বসে থাকা প্রতিপক্ষকে পরাস্ত করে মনে মনে প্রতিশোধের সমাপ্তি ঘটালেও কোনও রকম উচ্ছ্বাস দেখাননি গুকেশ। অন্যান্য বারের মতোই শান্ত মাথায় দাবার বোর্ড সুন্দরভাবে সাজিয়ে রাখেন তিনি। আসলে অনুরাগীদের কাছে এই জয় প্রতিশোধের হলেও গুকেশ কিন্তু নিজের ভদ্রতা দিয়ে প্রতিপক্ষকে মাত দিলেন।
অনেকেই বলছেন, ভারতীয় তারকার এমন সুলভ আচরণে মুগ্ধ দাবাবিশ্ব। এদিকে বিদেশি প্রতিপক্ষের সামনে স্বদেশীর জয়ের খবর নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই পড়ে গিয়েছে শোরগোল। গুকেশ প্রতিশোধসুলভ আচরন না দেখালেও নেট দুনিয়ায় ভারতীয় সমর্থকরা কিন্তু ছাড়ছেন না নাকামুরাকে। তাঁদের বেশিরভাগেরই দাবি, ‘কখনই বেশি ওরা ভাল নয়!’ সব মিলিয়ে, অতীতের পরাজয় যন্ত্রণায় মলম লাগানোর পাশাপাশি প্রতিপক্ষকে যোগ্য জবাব দিলেন ভারতীয় দাবাড়ু।
অবশ্যই পড়ুন: গাজায় ২০ হাজার সেনা মোতায়েন করতে চলেছে পাকিস্তান!
উল্লেখ্য, কিছুদিন আগেই মার্কিন মুলুকের এক্সিবিশন ইভেন্টে ভারতীয় প্রতিপক্ষ গুকেশকে পরাস্ত করে রাজা ঘুঁটি দর্শকদের দিকে ছুড়ে দিয়েছিলেন নাকামুরা। যেই উচ্ছ্বাসকে কার্যত দম্ভ হিসেবেই দেখেছেন বেশিরভাগ মানুষ। বহু গ্র্যান্ড মাস্টারের বক্তব্য, ‘এমন আচরণ খেলার মর্যাদা নষ্ট করে। এই ধরনের বিষয় অহংকার ছাড়া আর কিছুই নয়। তাঁর অঙ্গভঙ্গি ছিল অসম্মানজনক।’