বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্যারিবিয়ানদের ডুবিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল আন্তর্জাতিক ক্রিকেটে ঘোর দুঃসময় কাটানো পাকিস্তান দল। সোমবার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্ধারণী টি-টোয়েন্টি ম্যাচে 13 রানে এগিয়ে থেকেই সিরিজ পকেটে পুরে নেয় সালমান আলি আগার পাকিস্তান। তবে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের জয়টাকে কিছুটা ভিন্ন চোখে দেখছেন অনেকেই। প্রশ্ন উঠছে, পাক দল কি শুধুমাত্র দুর্বল দলগুলির বিরুদ্ধেই জিততে পারে?
দুর্বল দলের বিরুদ্ধেই জিততে পারে পাকিস্তান!
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অবস্থা যে বেহাল তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে দীর্ঘ যন্ত্রনা ভুলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। কিন্তু গ্রিন আর্মির সেই সাফল্যকে একেবারেই ভিন্ন চোখে দেখছেন ক্রিকেট মহলের একটা বড় অংশ।
কারণ কী? আসলে পাকিস্তানের বিগত টি-টোয়েন্টি পরিসংখ্যানে চোখ রাখলে দেখা যাবে। সালমান আলি আগার দল শেষ 7টি টি-টোয়েন্টি সিরিজের মধ্যে তিনটিতে জিতেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পাকিস্তান শুধুমাত্র সেই দল গুলির বিরুদ্ধেই জিতছে যারা আন্তর্জাতিক ক্রিকেটে কিছুটা হলেও দুর্বল।
বলা বাহুল্য, গত 7 টি-টোয়েন্টি সিরিজের মধ্যে জিম্বাবুয়ে, বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলগুলির বিরুদ্ধে জয় পেয়েছে পাকিস্তান। এদিকে ক্রিকেটের সুপার পাওয়ার দল অস্ট্রেলিয়া থেকে শুরু করে শক্তিশালী নিউজিল্যান্ড কিংবা দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে একটিও টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি পাক দল। মূলত সে কারণেই, প্রশ্ন উঠছে পাকিস্তানের ক্ষমতা নিয়ে!
অবশ্যই পড়ুন: ইয়েমেন উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত ৬৮ শরণার্থী, নিখোঁজ ৭৪
বলে রাখি, গত বছরের নভেম্বরে অস্ট্রেলিয়ার কাছে ক্লিন সুইপ পায় পাকিস্তান। এরপর দক্ষিণ আফ্রিকার কাছেও 2-0 ব্যবধানে হারে পাক দল। পাশাপাশি 5 ম্যাচের সিরিজে 4-1 ব্যবধানে পাকিস্তানকে বধ করে নিউজিল্যান্ডও। আর সেই সব পরাজয়ের রাগ চলতি বছর বাংলাদেশকে হারিয়ে তুলেছিল পাক দল। তাই তো পাকিস্তানের বিরুদ্ধে প্রশ্ন থেকে যায় শুধুই কি দুর্বল দলগুলিকেই হারানোর ক্ষমতা রাখে পাকিস্তান?