জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে মিলবে ডবল সুবিধা, নতুন নিয়ম চালু RBI-র

Zero Balance Account Rules

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনারও কি ব্যাঙ্কে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট রয়েছে? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টের ক্ষেত্রে নতুন নিয়ম (Zero Balance Account Rules) চালু করেছে। যার ফলে সাধারণ গ্রাহকরা এবার ভরেভরে সুবিধা পাবে। কিন্তু কী কী সুবিধা মিলবে তা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।

কী নিয়ম আনা হল?

সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাকাউন্টে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে, যাতে সাধারণ গ্রাহকরা স্বস্তি পাবে। আর এই পরিবর্তনগুলির মধ্যে রয়েছে সীমাহীন মাসিক জমা, রিনিউয়াল ফি ছাড়া বিনামূল্যে এটিএম কার্ড ব্যবহার। এমনকি বছরে কমপক্ষে ২৫ পৃষ্ঠার বিনামূল্য চেকবুক এবং ইন্টারনেট মোবাইল ব্যাঙ্কিং ব্যবহারের সুবিধাও থাকছে। বিশেষ করে যাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট তারাই এই সুবিধাগুলি পাবে। পাশাপাশি আরবিআই ব্যাঙ্কগুলিতে বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিটের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে।

জানা গিয়েছে, এবার ব্যাঙ্কগুলোকে প্রতিমাসে কমপক্ষে চারবার বিনামূল্যে টাকা তোলার অনুমতি দেওয়া হবে। যার মধ্যে নিজস্ব এটিএম বা অন্যান্য ব্যাঙ্কের লেনদেন অন্তর্ভুক্ত থাকবে। আর এই নতুন নিয়মের আওতায় ইউপিআই থেকে শুরু করে এনএফটি বা অন্য যে কোনও ডিজিটাল পেমেন্ট লেনদেনগুলিকে তোলা গণনা করা হবে না। অর্থাৎ, ডিজিটাল লেনদেনের জন্য ব্যবহারকারীকে আলাদাভাবে কোনও চার্জ দিতে হবে না।

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন সুবিধা?

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর, এই নতুন পরিবর্তনগুলি আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে কার্যকর হবে। কিন্তু তার আগে বিবেচনার ভিত্তিতে এগুলি ব্যাঙ্কগুলিতে কার্যকর করা হবে। রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কিং ব্যবস্থায় স্বচ্ছতা আনার জন্যই ২০২৫ নীতি আপডেট করছে। আর সেই কারণে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। পাশাপাশি ব্যাঙ্কগুলির দ্বারা বেসিক ডিপোজিট অ্যাকাউন্টের কাঠামোতেও হবে পরিবর্তন।

আরও পড়ুন: জঙ্গলে উদ্ধার মহিলার অর্ধনগ্ন রক্তাক্ত দেহ! বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণ ও খুনের অভিযোগ

এই পরিবর্তনগুলির মূল উদ্দেশ্য হল জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টগুলির অ্যাক্সেস বৃদ্ধি করা এবং সুবিধা বাড়ানো। পাশাপাশি গ্রাহকদের মধ্যে আস্থা বাড়ানো। বিশেষ করে নতুন নিয়মগুলি স্থানীয় অঞ্চলের ব্যাঙ্ক, গ্রামীণ সমবায় ব্যাঙ্ক, ক্ষুদ্র অর্থায়ন ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক বা পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাণিজ্যিক ব্যাঙ্কের ক্ষেত্রে বিশেষ উপকারে আসবে।

Leave a Comment