প্রীতি পোদ্দার, কলকাতা: কয়েক মাস পরেই রাজ্যের বিধানসভা নির্বাচন। এখন থেকেই ভোট প্রচারের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমতাবস্থায় ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। মামলার রায় নিয়ে হয়েই চলেছে প্রতিবাদ। আর এই আবহে ফের আদালতের দ্বারস্থ হলেন অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। অভিযোগ দুর্নীতির কারণে তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ED ফ্রিজ করে দেওয়ায় তাঁর জীবনধারণ বেশ কঠিন হয়ে পড়েছে। তাই এ বার ফের সেই অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন অর্পিতা।
জীবনধারণে অসুবিধা হচ্ছে অর্পিতার
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা মুখোপাধ্যায়। তাঁর টালিগঞ্জ এবং বেলঘরিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি। পার্থ চট্টোপাধ্যায় ‘ঘনিষ্ঠ’ হিসেবেও উঠে আসে তাঁর নাম। যদিও গত বছরের শেষের দিকেই তিনি এই মামলায় জামিন পেয়েছিলেন। এখনও তদারকির খাতিরে ডাক পড়লে হাজিরা দিতে যান তিনি। কিন্তু এখনও ঠিকমতো খাওয়া-দাওয়া করার টাকা তিনি পাচ্ছেন না এখনও। যার ফলে ব্যাপক অসুবিধা হচ্ছে জীবনধারণেও। এবার সেই দাবিই পুঙ্খানুপুঙ্খভাবে আদালতে তুলে ধরলেন অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী গোপাল হালদার।
ফের আদালতে আবেদন অর্পিতার
রিপোর্ট মোতাবেক, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী গোপাল হালদার আজ অর্থাৎ সোমবার আদালতে মামলা সংক্রান্ত কিছু নথি আদালতে জমা করেন। সেই সময় দাবি করা হয় যে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারার ফলে তাঁর মক্কেল অর্পিতা চক্রবর্তী খাওয়া দাওয়া এবং জীবনধারনে অসুবিধা হচ্ছে। আসলে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জন্য ED অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেন। এরপর অর্পিতা জামিন পেলেও সেই তিনটে অ্যাকাউন্ট তখনও আনলক করা হয়নি। এইজন্য ব্যাঙ্কশাল আদালতে সশরীরে হাজিরা দিয়ে নিজের ৩টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও সেই মামলায় কোনো রায় দিল না আদালত।
আরও পড়ুন: যেই কারণে রাজন্যার বিজেপি যোগের জল্পনা ছড়াল
প্রসঙ্গত, অর্পিতা মুখোপাধ্যায়ের আইনজীবী এদিন দাবি করেন যে, “ ২০০৪ সালে তিনটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছিলেন অর্পিতা। সেই সময় অভিনয়, মডেলিং করে তিনি আয় করতেন, কিন্তু ওই সময় দুর্নীতির কোনো হয়নি, তাহলে কেন ইডি ওই তিনটে অ্যাকাউন্ট খুলতে বাঁধা দিচ্ছেন, সেই নিয়ে উঠছে প্রশ্ন। জানা গিয়ে আদালত এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৬ জানুয়ারি ধার্য করেছেন। এর আগেও একই অভিযোগ তুলে আদালত কক্ষ থেকে বেরিয়ে ইডির বিরুদ্ধে কার্যত ‘বোমা’ ফাটিয়েছিলেন অর্পিতা। তাই এবার দেখার পালা পরিবর্তী শুনানিতে রায় কোন পক্ষে যায়।