‘জীবনের প্রথম প্রেম, প্রথম পুরুষ!’ জয় ব্যানার্জির প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন অনন্যা

Joy Banerjee Death

সৌভিক মুখার্জী, কলকাতা: জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা ও রাজনীতিবিদ জয় ব্যানার্জি গতকাল প্রয়াত (Joy Banerjee Death) হয়েছেন। 15 আগস্ট থেকেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। আর সেই সময় তাঁর প্রাক্তন স্ত্রী অনন্যা ব্যানার্জি পাশে থেকেছেন। যতটা সম্ভব তাঁর পরিবারকে সামলাচ্ছেন। তবে 25 আগস্টের সকালে সেই দীর্ঘ লড়াই শেষ হল। প্রথম স্ত্রী চোখে জল নিয়ে বলেছেন, কদিন আগেও ভেবেছিলাম ও ফিরবে। অদম্য প্রাণশক্তি ছিল ওর মধ্যে। তবে আজ বিশ্বাস করতে খুবই কষ্ট হচ্ছে।

প্রেম থেকেই সংসার

উত্তর কলকাতার এক রক্ষণশীল পরিবারের মেয়ে অনন্যা ব্যানার্জি। কলেজ জীবনে ক্রাশ ছিল জয় ব্যানার্জি। মায়ের মুখে বারবারই জয়ের সিনেমা, গান ও সাফল্যের গল্প শুনেছে। সেই আকর্ষণ থেকেই প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিল। তখন জয়ও তাঁর উজ্জ্বলতা দিয়ে মুখিয়ে নিয়েছিলেন তরুণী মনকে।

তিনি জানিয়েছেন, আমি নেতা কিংবা অভিনেতা জয় নয়, বরং মানুষ জয়ের সঙ্গেই ঘর করেছি। বড়লোক ঘরের ছেলে হয়েও ভীষণ মাটির মানুষ ছিল ও। মা-বাবাকে ভীষণ ভালোবাসত। জীবনের অংক কষতে জানত না, তবে দারুণ কথাবার্তা বলত। আমাকে ও সেই কথার জালেই আটকে ফেলেছিল।

অভিনেতা থেকেই রাজনীতিবিদ

2009-2011 সালের বাংলার রাজনৈতিক পালা বদলের সময় আন্দোলনে যোগ দিয়েছিলেন জয় ব্যানার্জি। তাঁর বক্তৃতায় মুগ্ধ হয়েছিলেন শ্রোতারা। তবে রাজনীতিতে পা রাখার পর তার ভোল বদলে গিয়েছিল। হয়ে উঠেছিল একেবারে স্পষ্টবাদী, আর ঝাঁঝালো কন্ঠের রাজনীতিবিদ। তবে শুরু থেকে বিতর্ক তার পিছু ছাড়েনি।

প্রাক্তন স্ত্রী বলেছেন, শুধুমাত্র অভিনয় নিয়েই থাকলে বাংলা সিনেমা হয়ত আরো অনেক ভালো ছবি পেত। নব্যেন্দু চট্টোপাধ্যায়ের ‘চপারে’ অভিনয় করে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। অথচ পরের দিকে দর্শকদের অভাবে অভিনয়ের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল।

‘অনন্যা’ ছবির ব্যর্থতা, কিশোর কুমারের মৃত্যু, সবমিলিয়ে একেবারে ভেতরে আক্ষেপ জন্ম নিয়েছিল জয়ের। এক সময় বলেছিলেন যে, অপর্ণা সেনের ছেলের চরিত্রে অভিনয় করলাম। নিজের সেরাটাও দিলাম, অথচ কোনো দর্শকই দেখল না। তা নিয়ে প্রথম স্ত্রী বলেছেন, ইদানিং জয় ফোন ধরতেও চাইত না। তবুও বিচ্ছেদের পর তাদের দেখা হত কথা হত।

আরও পড়ুনঃ ৮ মাস পর ভারত থেকে লঙ্কা গেল ওপার বাংলায়, দাম কমায় স্বস্তিতে পদ্মাপাড়ের জনতা

প্রসঙ্গত অনেকেই তাকে প্রশ্ন করছেন যে, কেন আর সংসার পাতলেন না? উত্তরে তিনি জানিয়েছেন, প্রচণ্ড কাজের চাপের মাঝে নতুন করে প্রতিশ্রুতির বাঁধনে জড়ানোর সাহস মেলেনি। তবুও আজ বুঝেছি যে, জয় হয়ত কোথাও না কোথাও আমার সঙ্গে বাধা ছিল। প্রথম প্রেম, প্রথম পুরুষ যা মেয়েদের জীবনে চিরদিনই থেকে যায়।

Leave a Comment