প্রীতি পোদ্দার, কলকাতা: তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজে সবচেয়ে বড় প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছিল ভাবাদিঘি। কামারপুকুর পর্যন্ত রেললাইন সম্প্রসারণের ক্ষেত্রে ভাবাদিঘির উপর দিয়ে রেললাইন নিয়ে যাওয়ার পরিকল্পনা নিলে বেঁকে বসেছিল গ্রামবাসীরা। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে শেষ পর্যন্ত জল আদালতে গিয়ে পৌঁছয়। এর ফলে দীর্ঘ বছর ধরে এই প্রকল্পের কাজ থমকে ছিল। শেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কয়েক মাস আগে ভাবাদিঘিতে রেললাইন নির্মাণের কাজ ফের শুরু হয়েছে। আশা করা যাচ্ছে চলতি বছর দুর্গাপুজোর আগেই কামারপুকুর (Kamarpukur) পর্যন্ত রেলের চাকা গড়াবে।
কামারপুকুর পর্যন্ত চলবে ট্রেনের চাকা
প্রথম দিকে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ ২০২৬–এর মার্চ–এপ্রিলের মধ্যেই হয়ে যাবে বলে স্থির হয়েছিল, কিন্তু ভাবাদিঘি জটের কারণে সেই কাজ অনেকটাই পিছিয়ে যায়, তবে আশা করা যাচ্ছে দুর্গাপুজোর আগেই কামারপুকুর পর্যন্ত রেলের চাকা গড়াবে। রিপোর্ট মোতাবেক গতকাল অর্থাৎ শুক্রবার হুগলির গোঘাটে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এসেছিলেন পূর্ব রেলের কর্তারা। কাজ কতটা দ্রুততার সঙ্গে করা যায়, সেই নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা চলে। এমনকি এদিন ভাবাদিঘি বাঁচানোর জন্য যাঁরা আন্দোলন করছিলেন, তাঁদের সঙ্গেও কথা বলেন রেলের কর্তারা। কামারপুকুর রেল স্টেশনেও কাজের অগ্রগতি তদারকি করেছিলেন রেলের আধিকারিকরা।
আরও পড়ুনঃ IPL খেলতে পারবেন না মুস্তাফিজুর, KKR-কে ছেড়ে দেওয়ার নির্দেশ BCCI-র
রেল প্রকল্পের কাজের খতিয়ান
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত প্রায় ৮৩ কিমি রেললাইন নির্মাণের কাজ প্রায় শেষের পথে। গোঘাট থেকে ভাবাদিঘি পর্যন্ত লাইন পাতার কাজ সামান্য বাকি আছে। অন্যদিকে ভাবাদিঘিতে মাত্র ২৫০ মিটার রেললাইন তৈরির কাজ আটকে রয়েছে। তবে ভাবাদিঘির পশ্চিম প্রান্ত থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইন নির্মাণের কাজ প্রায় সম্পূর্ণ। এবং কামারপুকুর থেকে বাঁকুড়ার জয়রামবাটি পর্যন্ত রেললাইনের কাজও অত্যন্ত দ্রুত গতিতে চলছে। জানা গিয়েছে, গোঘাট থেকে কামারপুকুর পর্যন্ত রেললাইন নিয়ে যাওয়ার জন্য ভাবাদিঘির উপরে মোট ৯টি পিলার বসবে। ইতিমধ্যেই হাওড়া থেকে আরামবাগ ও গোঘাট পর্যন্ত ট্রেন চলছে। এবার শীঘ্রই হাওড়া থেকে ট্রেনে চেপে তারকেশ্বর, গোঘাট, কামারপুকুর, জয়রামবাটি হয়ে সোজা বিষ্ণুপুরে পৌঁছানো যাবে।
আরও পড়ুন: DA নিয়ে রাজ্য সরকারকে আল্টিমেটাম দিয়ে ফের নবান্ন অভিযান! বড় ঘোষণা কর্মীদের
প্রসঙ্গত, পূর্ব রেলের মুখ্য প্রশাসনিক অফিসার মনোজ খাঁ জানিয়েছেন, ‘আশা করছি, আগামী পুজোর আগেই কামারপুকুর পর্যন্ত ট্রেন চলাচল পুরোদমে শুরু হয়ে যাবে। তার জন্য এখন দ্রুত গতিতে কাজ চলছে। কাজটা যাতে দ্রুত শেষ করা যায়, তার জন্য সবরকম ভাবে চেষ্টা চালানো হচ্ছে।’ ভাবাদিঘি সুরক্ষা আন্দোলনের এক নেতা জানিয়েছেন, ‘রেলের পক্ষ থেকে যে সব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো যাতে ঠিকঠাক মানা হয়, রেল কর্তাদের কাছে আবেদন করা হয়েছে। যাতে ভাবাদিঘির কোনও ক্ষতি না হয়, সেটাও দেখতে বলা হয়েছে। এছাড়াও ভাবাদিঘিতে একটি হল্ট স্টেশন করার দাবি জানানো হয়েছে।’