সৌভিক মুখার্জী, কলকাতা: বিনোদন জগতে আবারও শোকের ছায়া। জুবিন গর্গের পর ফের সংগীত জগতের এক নক্ষত্রপতন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন গায়ক-অভিনেতা ঋষভ তন্ডন (Rishabh Tandon Death)। মূলত তাঁর অনুরাগীদের কাছে তিনি ‘ফকির’ নামেই আখ্যায়িত। তবে শিল্পীর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। উল্লেখ্য, মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল মাত্র 35 বছর।
প্রয়াত জনপ্রিয় গায়ক ঋষভ তন্ডন
আজ অর্থাৎ 22 অক্টোবর, বুধবার দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়ক ঋষভ তন্ডন। তাঁর পরিবারের সাথে তিনি দীপাবলি উদযাপন করতে দিল্লি ফেরত এসেছিলেন। তবে তাঁর আকস্মিক মৃত্যুতে গোটা পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা এ মুহূর্তে শোকস্তব্ধ। প্রসঙ্গত, ঋষভ তাঁর স্ত্রীর সঙ্গে মুম্বাইতে থাকতেন। তবে উৎসবের জন্যই দিল্লিতে ফিরে এসেছিলেন বলে খবর। মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের জন্য আত্মীয়দের জন্যই বর্তমানে দিল্লিতে অপেক্ষা করা হচ্ছে।
উল্লেখ্য, কেরিয়ারের মাঝে তিনি ব্যক্তিগত জীবন নিয়েও মিডিয়ায় আলোচিত হয়েছিলেন। অভিনেত্রী সারা খানের সঙ্গে তাঁর সম্পর্কের গুজব ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়। সিঁদুর পড়া অবস্থায় সারার একটি ছবিও ভাইরাল হয়েছিল সে সময়। যার ফলে তাদের বিয়ে নিয়েও শুরু হয় জল্পনা। যদিও পরে সারা খান সেই গুঞ্জন অস্বীকার করেন। আর বিয়ের আগে বেশ কয়েক বছর ধরে তাদের প্রেমের সম্পর্ক ছিল এটাও সামনে এসেছিল।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিল BSNL, ক্ষতি হবে ভারতের?
এদিকে গায়কের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে বায়োতেই দেখা যায় একজন শিবের ভক্ত তিনি। সেখানে লেখা রয়েছে, “শিবের শক্তিতে আচ্ছন্ন একজন বিশ্বাসী…..গায়ক | সুরকার | অভিনেতা।” তার ঘনিষ্ঠমহলের লোকেরা জানে যে, তাঁর ভগবানের প্রতি কতটা শ্রদ্ধা ছিল। তবে তাঁর শারীরিক অসুস্থতা সম্পর্কে কেউ কোনও খোঁজখবর রাখেনি বলেই বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করছে। এমনকি এও জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে ঋষভ তন্ডন রোগকে গুরুতর মনে করেনি। তবে তাঁর অকাল প্রয়াণে গোটা বলিউডে শোকের ছায়া নেমে এসেছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।