জুলাইয়ে টানা ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, তালিকা দিল RBI, দেখুন লিস্ট

সহেলি মিত্র, কলকাতা: ব্যাঙ্ক সম্পর্কিত অনেক কাজ বাকি রয়েছে? তাহলে সেই কাজ এই জুন মাসের মধ্যেই করে ফেলুন। কারণ জুলাই মাসে ব্যাঙ্কে গিয়ে বিপাকে পড়তে পারেন। এর কারণ সামনের মানে টানা বহুদিন বন্ধ থাকবে (Bank Holidays) ব্যাঙ্ক। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। জুলাই মাসে ১০ দিনেরও বেশি ব্যাংক বন্ধ থাকবে। আসলে, আগামী মাসে অনেক উৎসব আসছে, যার কারণে সরকারি ছুটি থাকবে। তবে, এই ছুটিগুলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দিনে থাকবে। এমন পরিস্থিতিতে, ব্যাঙ্কে যাওয়ার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন আজকের এই প্রতিবেদনটির ওপর।

জুলাই মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে?

এখন আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে জুলাই মাসে কতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আগামী মাসে জাতীয় ও আঞ্চলিক ছুটির কারণে ব্যাঙ্কগুলি মোট ১৩ দিন বন্ধ থাকবে। নিয়ম অনুযায়ী, প্রতি মাসের দ্বিতীয় এবং শনিবার ব্যাংকগুলি বন্ধ থাকে। যদিও প্রতি রবিবারও সাপ্তাহিক ছুটি থাকে। এ ছাড়া, উৎসবের দিনগুলিতে ব্যাংকগুলি কাজ করে না।

রইল ছুটির তালিকা

  • ৩ জুলাই – আগরতলায় খারচি পূজা উপলক্ষে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
  • ৫ জুলাই – গুরু হরগোবিন্দ জির জন্মদিন উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
  • ৬ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
  • ১২ জুলাই – মাসের দ্বিতীয় শনিবার।
  • ১৩ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
  • ১৪ জুলাই – বেহ দেনখলাম উপলক্ষে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৬ জুলাই – হরেলা উৎসব উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে।
    ১৭ জুলাই – ইউ তিরট সিং-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিলং-এ সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
  • ১৯ জুলাই – কের পূজার জন্য আগরতলা বন্ধ থাকবে।
    ২০ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
    ২৬ জুলাই – মাসের চতুর্থ শনিবার।
    ২৭ জুলাই – রবিবার সাপ্তাহিক ছুটি।
    ২৮ জুলাই – দ্রুকপা সে-জির জন্য গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুনঃ ডুরান্ড কাপে খেলতে পারবে না ৬টি ISL দল, অভিশাপ লেগেছে ভারতীয় ফুটবলে!

তবে চিন্তা করবেন না, যেদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে সেদিন আপনি মোবাইল ব্যাংকিং, এটিএম বা ইন্টারনেট ব্যাংকিং সুবিধার মাধ্যমে আর্থিক বা অ-আর্থিক লেনদেন করতে পারেন। তবে কিছু কাজের জন্য ব্যাংক শাখায় যাওয়া অবশ্যই প্রয়োজন।

Leave a Comment