জুলাই মাসেই প্রায় ৫ লক্ষ নতুন গ্রাহক! ফুলে ফেঁপে উঠছে Jio, Airtel-র ব্যবসা

Jio And Airtel

সৌভিক মুখার্জী, কলকাতা: দিনের পর দিন দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। হ্যাঁ, এখন এই সংখ্যা প্রায় 117 কোটিতে পৌঁছেছে। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার জুলাই মাসের পরিসংখ্যান বলছে, বাজারে আবারও রিলায়েন্স জিও এবং এয়ারটেল (Jio And Airtel) তাদের জায়গা পাকাপোক্ত করে ফেলেছে। তবে বিরাট ধাক্কা খেয়েছে ভোডাফোন আইডিয়া এবং সরকারি সংস্থা বিএসএনএল।

জিও ও এয়ারটেলের দাপট

রিপোর্ট বলছে, জুলাই মাসে সর্বাধিক নতুন গ্রাহক যুক্ত করেছে জিও। হ্যাঁ, তারা চলতি মাসের প্রায় 4.83 লক্ষ নতুন গ্রাহক যুক্ত করতে পেরেছে। এমনকি খুব কাছাকাছি রয়েছে এয়ারটেল। তারাও 4.64 লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত করতে পেরেছে। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্ক ছেড়েছে 3.6 লক্ষ গ্রাহক এবং বিএসএনএল থেকে চলে গিয়েছে 1 লক্ষ গ্রাহক।

যদিও সম্প্রতি বিএসএনএল দক্ষিণ ভারতের কয়েকটি রাজ্যে 5G পরিষেবা চালু করেছে, যা হায়দ্রাবাদে গত মাসেই সফট লঞ্চ হয়েছিল। তাতেও তাদের ব্যবহারকারী তলানিতে ঠেকেছে।

বাজারের ভাগ তাহলে কাদের দখলে?

রিপোর্ট বলছে, রিলায়েন্স জিও’র বর্তমানে মার্কেট শেয়ার 41.04%। তাদের মোট ব্যবহারকারী রয়েছে 47.75 কোটি। এয়ারটেলের মার্কেট শেয়ার 33.65% এবং তাদের মোট ব্যবহারকারীর সংখ্যা 39.1 কোটি। অন্যদিকে ভোডাফোন আইডিয়ার মার্কেট শেয়ার 17.52%, তাদের মোট গ্রাহকের সংখ্যা 20.3 কোটি। বিএসএনএল-এর মার্কেট শেয়ার 7.75% এবং তাদের ব্যবহারকারীর সংখ্যা 9.3 কোটি।

বেড়েছে নম্বর পোর্টেবিলিটি

তবে নতুন ব্যবহারকারীর সংখ্যা খুব একটা বেশি না বাড়লেও নেটওয়ার্ক বদলের হার অনেকটাই বেড়েছে। জুলাই মাসে প্রায় 1.54 কোটি মানুষ তাদের নম্বর এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে পোর্ট করে নিয়েছে। আর এখানেই ইঙ্গিত মিলছে যে, বাজারে নতুন গ্রাহক যোগের থেকে অপারেটর বদলের প্রতিযোগিতা আরো বেশি।

আরও পড়ুনঃ জাপানে পবিত্র দারুমা পুতুল উপহার পেলেন মোদী, জেনে নিন এর বিশেষত্ব

উল্লেখ্য, TRAI-এর রিপোর্ট অনুযায়ী, জুন মাসে ব্যবহারকারীর সংখ্যা ছিল 116.03 কোটি। আর জুলাই মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 116.35 কোটি। অর্থাৎ মাসিক বৃদ্ধির হার 0.04%। তবে মোট ওয়ারলেস ব্যবহারকারী জুলাই মাসে পৌঁছেছে 117.19 কোটিতে। আর জুনে তা ছিল 117.08 কোটি

Leave a Comment