প্রীতি পোদ্দার, কলকাতা: আজ সকাল থেকে হেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েই চলেছে। আকাশ ঘন কালো করে মাঝ আসার এই ভরপুর বৃষ্টির আমেজ তৈরি হয়েছে। যদিও বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে রেহাই নেই রাজ্যবাসীর। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত আবহাওয়া ক্রমেই বেড়ে চলেছে। জানা গিয়েছে আগামী কয়েক দিন এমনই বৃষ্টিমুখর পরিস্থিতি থাকবে উত্তর থেকে দক্ষিণে।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আবারও সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা এবং ঘূর্ণাবর্ত। তার উপর গাঙ্গেয় বঙ্গে বর্ষার কারণে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ রবিবার থেকে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই নাকি বৃষ্টির দাপট চলবে। এর মধ্যে একাধিক জেলায় জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ সোমবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি ও বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এমনকি বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া।
মঙ্গলবারও অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে রয়েছে হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার মতো জেলাগুলিতে। সেই সঙ্গে অনেকাংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি কয়েক জেলায়। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।
আরও পড়ুন: দার্জিলিং ভ্রমণ হবে আরও আকর্ষণীয়, এবার আরও তিন রুটে চালু হতে চলেছে টয়ট্রেন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ সোমবার, উত্তরবঙ্গের সব জেলার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার অধিকাংশ জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে আগামী বুধবার পর্যন্ত থাকবে এমন আবহাওয়া।