প্রীতি পোদ্দার, কলকাতা: কখনও হালকা মেঘ তো কখনও এক পশলা বৃষ্টি, আবার কখনও চরম রোদের দাপটও দেখা যায়। এইমুহুর্তে সব মিলিয়ে মিশিয়েই আবহাওয়া রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা এখন না থাকলেও বাড়ছে আর্দ্রতা জনিত চরম অস্বস্তি, এই অবস্থায় ফের নিম্নচাপ এর সংকেত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। কতটা বিপদের মুখে রয়েছে বাংলা?
এইমুহুর্তে নিম্নচাপ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান রয়েছে। ধীরে ধীরে এই নিম্নচাপ শক্তি বেড়েই চলেছে। যা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। মূলত দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে এর প্রভাব বেশি থাকবে। আশা করা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুরে এটি স্থলভাগে ঢুকতে পারে। তবে চিন্তা নেই, এই নিম্নচাপের সরাসরি কোনও প্রভাব নেই বঙ্গে। যার দরুন বাংলায় একটানা বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত। এক নজরে দেখে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামী ২০ আগস্ট পর্যন্ত মূলত দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের থেকেও বেশি, পরিযায়ীদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্প নবান্নর! মাসে মিলবে ৫০০০ টাকা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী শুক্রবার পর্যন্ত এই পাঁচ জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু বৃষ্টি নয় তার সঙ্গে বইবে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। আশা করা যাচ্ছে আগামী শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কমবে বৃষ্টির পরিমাণ।